রেন্ট এ শপে ব্যবহৃত থিম প্রংসঙ্গে

Echost এর রেন্ট এ শপে যেসব থিম ও ডেমো কনটেন্ট ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণ জেনুইন, লিগ্যাল এবং থিম কোম্পানীর নিকট থেকে অনুমোদন (লাইসেন্স) প্রাপ্ত। Echost কোনওভাবে সাব-লাইসেন্স প্রদানকারী নয় এবং তার জন্যে অনুমোদন প্রাপ্তও নয়। Echost সাধারণত দুই ধরনের থিম লাইসেন্স ব্যবহার করে ‘আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স‘ ও ‘সিংগেল ওয়েবসাইট লাইসেন্স‘। নিচে দুই ধরনের থিমের ধরন উল্লেখ করা হলো: 

আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স

অধিকাংশ রেন্ট এ শপেআনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স‘ থেকে এ্যাক্টিভেশন ‘কী’ (key) ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের লাইসেন্সগুলো আনলিমিটেড ক্লায়েন্ট ওয়েবসাইটে ব্যবহারের জন্যে অনুমোদন প্রাপ্ত। উল্লেখ্য যে, লাইসেন্সটি যেহেতু Echost -কে দেয়া হয়েছে সেহেতু Echost লাইসেন্সটি ব্যবহার করে ক্লায়েন্টগণের ওয়েবসাইটে থিমটি এ্যাক্টিভেট করার এখতিয়ার রাখে, কিন্তু কোনওভাবে ক্লায়েন্টগণকে ‘লাইসেন্স কী’ (License Key) -টি হস্তান্তর করা এখতিয়ার রাখে না। তাই রেন্ট এ শপ সার্ভিসটি ক্রয় করতে ইচ্ছুকগণকে মনে রাখতে হবে যে, তারা যতদিন echost.net এর সাথে থাকবেন ততদিন তাদের থিমের লাইসেন্স নিয়ে চিন্তার কোন প্রয়োজন নেই, কিন্তু যখন তারা অন্য কোন হোস্টিং কোম্পানীতে মুভ করতে চাইবেন তখন তাদের জন্যে দুটি অপশন আছে:

  • ১) Echost থেকে যদি ওয়েবসাইটের ফাইল ও ডাটাবেজ সরাসরি কপি করে অন্য হোস্টিং এ মুভ করা হয় তাহলে Echost এর যে ‘আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স কী‘ ইনপুট করা আছে সেটাই যথেষ্ট হবে, নতুন করে লাইসেন্স কেনার কোনই প্রয়োজন নেই,
  • ২) আর কেউ যদি অন্য হোস্টিং এ নতুনভাবে ওয়েবসাইট ইনস্টল করে থিমটি পুনরায় এ্যাক্টিভেট করতে চান, তাহলে তাকে থিমটির নতুন লাইসেন্স থিম ডেভেলপারের ওয়েবসাইট থেকে ক্রয় করতে হবে, কেউ যদি এভাবে অন্যত্র মুভ করতে চান echost তাকে তার ওয়েবসাইটে ব্যবহৃত থিমটির নতুন একটি লাইসেন্স সংগ্রহ করতে সর্বাত্নক সহযোগিতা করবে।

সিংগেল থিম লাইসেন্স

এই ধরনের ‘লাইসেন্স কী‘ (License Key) একটি মাত্র ওয়েব সাইটে ব্যবহারের অনুমোদন প্রাপ্ত হয়। তাই কোন ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এই ধরনের থিম ব্যবহার করা হয় এবং পরবর্তীতে তিনি যদি Echost থেকে অন্য কোন হোস্টিং কোম্পানিতে চলে যেতে চান সেক্ষেত্রে Echost কর্তৃপক্ষকে অবহিত করে আপনার স্টোরে ব্যবহৃত থিমটি’র ‘লাইসেন্স কী’ (License Key) সংগ্রহ করে নিতে হবে , বিশেষভাবে উল্লেখ্য যে, Echost ‘লাইসেন্স কী’ (License Key) এর জন্যে কোন অনুরোধ না পেলে ‘লাইসেন্স কী’ (License Key)-টি Echost এর এখতিয়ারভূক্ত হিসাবে বিবেচিত হবে।

কর্তৃপক্ষ
Echost
www.echost.net
info@echost.net