ই-কমার্স / এ্যাপ / ERP
প্রজেক্টের ডেভেলপার
কেন ই-কমার্স হোস্ট থেকে হায়ার করবেন?
সুদক্ষ ডেভেলপার টিম
ই-কমার্স, ওয়েব, এন্ড্রয়েড ও IOS ডেভেলপিং এ পারদর্শী সুদক্ষ ডেভেলপারদের নিয়ে গঠিত টিম।
চাহিদা অনুযায়ী ডেভেলপমেন্ট
কাস্টম ই-কমার্স হোক অথবা এন্ড্রয়েড কিংবা iPhone এ্যাপ, নিজের পছন্দ ও চাহিদা মাফিক ডেভেলপমেন্ট করে নেয়ার সুযোগ।
আপনার চাহিদা সম্বন্ধে আমাদেরকে বলুন
আপনার প্রজেক্টের এস্টিমেটেড কস্ট বা খরচ জানার জন্যে নিচের ফর্মটি পূরণের মাধ্যমে আপনার চাহিদা সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত তথ্য দিন। প্রয়োজনে আপনার চাহিদা সংশ্লিষ্ট ডেভেলপার টিমের কোন সদস্য যথা সম্ভব দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
অ্যাপলের App Store ও গুগলের Play Store-এ এ্যাপ পাবলিশ করার দায়িত্ব ই-কমার্স হোস্টের।
তবে আপনি চাইলে নিজের একাউন্ট থেকেও তা করতে পারেন। এ্যাপ পাবলিশ করার জন্যে গুগল ও এ্যাপল-এ ডেভেলপার একাউন্ট থাকতে হবে যা সবার জন্যে উন্মুক্ত। প্লে-স্টোরে ওয়ান টাইম $25 এবং এ্যাপ স্টোরে বাৎসরিক $99 পে করে ডেভেলপার একউন্ট খোলা যায়।
ই-কমার্স হোস্ট ডেভেলপমেন্ট পরবর্তী সংশোধনী বিষয়ে কোন ফি ছাড়াই সাপোর্ট দিয়ে থাকে এবং বিভিন্ন সময়ে ওয়েবসাইট ও এ্যাপ সময়োপযোগী বা আপডেট করার জন্যেও সব রকম সহযোগিতা করে থাকে, সেক্ষেত্রে চাহিদার ধরন অনুযায়ী ক্লায়েন্টগণকে প্রয়োজনীয় ফি প্রদান করতে হতে পারে।