প্রাইভেসি পলিসি বা ব্যক্তিগত তথ্যাদি প্রসংঙ্গে

Echost.net  রেইন আই.টি (Rain IT ট্রেড লাইসেন্স নং-২৪৮০) একজন ব্যবহারকারী সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করে তা এছাড়া অন্য কোন উদ্দেশ্যে নয় যে শুধুমাত্র তাকে/তাদেরকে তাদের কাংখিত সার্ভিস সমূহ প্রদান করতে পারে এবং পরবর্তীতে তাদেরকে প্রদেয় সার্ভিসের মান আরো উন্নত করতে পারে। Echost এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে, এইসব তথ্যসমূহ কোনওভাবে কোন ৩য় পক্ষের নিকট হস্তান্তর করা হয় না

যেসব তথ্য সংগ্রহ করা হয়:

  • নাম,
  • ইমেইল এড্রেস,
  • ঠিকানা,
  • জাতীয়তা,
  • কোম্পানীর নাম,
  • ফোন নাম্বার

ইউসেজ ট্র্যাকিং পলিসি

Echost তৃতীয় পক্ষের ট্র্যাকিং সিস্টেম যেমন গুগল এনালিটিকস এবং স্ট্যাট কাউন্টার এর মতো কিছু টুলস ( Tools ) ব্যবহার করে থাকে যেন ইউজারদেরকে পরবর্তীতে ইন্টারেস্ট বেজড (Interest based) সার্ভিস প্রদান এবং প্রদেয় সার্ভিসসমূহের মান আরো উন্নত করতে পারে । এক্ষেত্রে যেসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে:

  • ব্যবহারকারী কোন প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী,
  • ব্যবহারকারীর দেশ,
  • ব্যবহারকারীর শহর,
  • ব্যবহৃত ডিভাইস,
  • ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইত্যাদি ।

এক্ষেত্রে এই প্রাইভেসি পলিসি ছাড়াও উক্ত তথ্যসমূহের ক্ষেত্রে ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি’র সাথেও ব্যবহাকারীগণের একমত পোষণ করা অত্যাবশ্যকয়ী। গুগল এনালিটিকস এর প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://policies.google.com/privacy?hl=en_US ও এই ঠিকানায় https://marketingplatform.google.com/about/analytics/terms/us/ এবং স্ট্যাট কাউন্টারের প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://statcounter.com/about/legal/#privacy

Facebook ও Gmail লগিন প্রসংঙ্গে

Echost এর বিলিং ও সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম My Echost এ লগিন সহজ করার জন্য পাশওয়ার্ড ছাড়াও ফেসবুক ও জিমেইল একাউন্টের মাধ্যমে যে অটোমেটিক লগিনের ব্যবস্থা করা হয়েছে তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর জ্ঞাতসারে, ইচ্ছাধীন ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে, এবং Echost কোনওভাবে তাদের নাম, ঠিকানা, ইমেইল এড্রেস ও জাতীয়তা ছাড়া অন্য কোন তথ্যে প্রবেশাধিকার রাখে না। যেহেতু এটা ব্যবহারকারীর জ্ঞাতসারে ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে তাই ব্যবহারকারীর ফেসবুক ও জিমেইল একাউন্টের নিরাপত্তা ও অনভিপ্রেত কোন ঘটনার সাথে Echost কর্তৃপক্ষকে কোনওভাবে দায়ী করা যাবে না। Echost এ লগিনের জন্যে ফেসবুক ও জিমেইল একাউন্ট ব্যবহারকারীদের ফেসবুক ও জিমেইল এর প্রাইভেসি পলিসির সাথেও একমত হওয়া অত্যাবশ্যকীয়। যারা ফেসবুক ও জিমেইল লগিন এ্যাকটিভ করার পর পরবর্তীতে তা ইন্যাকটিভ বা ডিজেবল করতে চান তারা নিচের লিংক থেকে তা করতে পারবেন।

গুগল একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন: 

আপনার জিমেইল বা গুগল একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://myaccount.google.com/security এরপর “Third-party apps with account access” এর উপর ক্লিক করে লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। আপনার গুগল একাউন্টে ৩য় পক্ষের এক্সেস সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক এই লিংকে দেখুন https://support.google.com/accounts/answer/3466521?hl=en

ফেসবুক একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন: 

আপনার ফেসবুক একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://www.facebook.com/settings?tab=applications&ref=settings অথবা মোবাইল ফোনে ফেসবুক এ্যাপ থেকে Settings & Privacy>Settings>Apps and Websites এ যান, এরপর লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। ফেকসবুক ID দিয়ে অন্য ওয়েবসাইটে লগিন বিষয়ে ফেসবুকের পলিসি সম্বন্ধে বিস্তারিত জানতে এই লিংকে দেখুন https://www.facebook.com/help/223184117694507 এবং কিভাবে আপনার ফেসবুক একাউন্টে ৩য় পক্ষের এক্সেস এনাবল/ডিজেবল করতে পারবেন জেনে নিন এই লিংক থেকে https://www.facebook.com/help/942196655898243

৫.৪ আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা প্রসংঙ্গে

উল্লেখ থাকে যে, যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে যদি কোন আইন প্রয়োগকারী সংস্থা কোন ক্লায়েন্টের Echost.net এ সংরক্ষিত ব্যক্তিগত বিষয় ও এ্যাক্টিভিটি সম্বন্ধে তথ্য জানতে চান তাহলে আইনের শাসন (Law & Order) প্রতিষ্ঠার লক্ষ্যে Echost কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্নক সহযোগিতা করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে ক্লায়েন্টগণের পক্ষ থেকে কোন প্রকার ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কর্তৃপক্ষ
ই-কমার্স হোস্ট
www.echost.net
info@echost.net
সর্বশেষ রিভিউ: নভেম্বার, ২০২২ ।