Tech News

চিপ জায়ান্ট AMD যেভাবে Intel এর সাথে প্রতিযোগিতায় ফিরে আসলো

একটা সময় ছিলো যখন কম্পিউটার এবং সার্ভার প্রসেসর নির্বাচন প্রশ্নে আমরা নির্দ্বিধায় AMD কে অপছন্দ করতাম, এমনকি এখনো অনেকেই তা করে থাকেন! কিন্তু বর্তমানে আমাদের অলক্ষ্যে এই চিপ জায়ান্ট প্রতিযোগিতায় Intel কে শুধু ধরে ফেলাই নয় অনেক ক্ষেত্রে তাদের থেকে অগ্রগামীও হয়ে যাচ্ছে। বর্তমানে হাই কনফিগ কম্পিউটারস, গেমিং কনসোল, আধুনিক ডাটা সেন্টার থেকে শুরু করে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, 5G মোবাইল নেটওয়ার্ক টাওয়ারস, Tesla -র ইলেকট্রিক কার এমনকি নাসা’র মঙ্গল গ্রহে পাঠানো রোবটেও ব্যবহৃত হচ্ছে AMD পাওয়ারড চিপস! ডাটা সেন্টারগুলোতে অপেক্ষাকৃত কম খরচ ও বাড়তি পারফরমেন্সের জন্যে ব্যবহৃত হচ্ছে AMD -র EPYC প্রসেসর। আপনার নেক্সট হোস্টিং ও VPS এর জন্যে আপনি যদি AMD পাওয়ারড সার্ভার চান তাহলে নির্দ্বিধায় বেছে নিতে পারেন আমাদের Cloud HostingVPS Hosting.