Echost এর এফিলিয়েট কমিশন উইথড্র করবেন কীভাবে?
আপনি যদি Echost Affiliate Program থেকে কমিশন আয় করে থাকেন, তাহলে সেই অর্থ সরাসরি আপনার ব্যাংক একাউন্ট বা bKash-এ উত্তোলনের সুযোগ রয়েছে। একমাত্র শর্ত, আপনার কমিশন ব্যালেন্স কমপক্ষে $5 হতে হবে।
এই গাইডে আপনি শিখবেন:
- ✅ উইথড্র রিকোয়েস্ট কোথা থেকে করবেন
- ✅ কোন তথ্য পূরণ করতে হবে
- ✅ স্ক্রিনশটসহ ধাপগুলো
🔐 কোথা থেকে উইথড্র রিকোয়েস্ট করবেন?
- প্রথমে লগইন করুন 👉 https://my.echost.net
- উপরের মেনুবারে Affiliate → এফিলিয়েট ড্যাশবোর্ড-এ যান
- ড্যাশবোর্ডে ঢুকে দেখবেন একটি সবুজ বাটন: “+ Withdrawal Request”
এই বাটনে ক্লিক করুন
📸 দেখুন স্ক্রিনশট:

🧾 উইথড্র ফর্ম পূরণ করবেন যেভাবে:
ফর্ম ওপেন হলে নিচের তথ্য দিন:
① Amount to Be Withdrawn:
→ আপনার মোট কমিশন থেকে কত টাকা উইথড্র করতে চান তা লিখুন (যেমন: $15
)
② Payment Method:
→ ক্লিক করে সিলেক্ট করুন আপনি কোন মাধ্যমে টাকা নিতে চান:
Bank Account
bKash
③ Define Payment Info:
→ এখানে আপনার ব্যাংক একাউন্টের বিস্তারিত বা bKash নাম্বার লিখুন
✅ চাইলে “Save by default” অপশন টিক দিয়ে রাখতে পারেন ভবিষ্যতের জন্য
④ Submit
→ সবশেষে “Submit” বাটনে ক্লিক করে রিকোয়েস্ট সম্পন্ন করুন
📦 অতিরিক্ত টিপস:
- 💰 আপনার কমিশন ব্যালেন্স $5 না হলে আপনি রিকোয়েস্ট করতে পারবেন না
- ⌛ সাধারণত পেমেন্ট ১–৩ কার্যদিবসের মধ্যে প্রসেস হয়
- ✅ আগেই পেমেন্ট ইনফো সেভ করা থাকলে বারবার টাইপ করতে হয় না
❓ সমস্যা হলে কী করবেন?
আপনার কমিশন উইথড্র করতে কোনো সমস্যা হলে নিচের লিংক থেকে সাপোর্ট টিকিট খুলুন:
🎫 https://my.echost.net/myaccount/create-support-requests
Echost এ আয় করা কমিশন উইথড্র করা খুবই সহজ। শুধু কয়েকটি ধাপেই আপনি আপনার উপার্জিত অর্থ ব্যাংক বা বিকাশে নিতে পারবেন। তাই এখনই উইথড্র রিকোয়েস্ট দিন এবং আপনার অনলাইনে আয়কৃত টাকা হাতে পান নিরাপদে।