Now do more with 

High Performance

Cloud VPS

ক্লাউড VPS সার্ভারস

এই প্যাকেজগুলোতে ব্যবহৃত হয়েছে নিউ জেনারেশনের AMD EPYC এবং Intel Xeon প্রসেসরের vCPU ও NVME SSD.

সার্ভার ফিচারস

Echost থেকে সার্ভার ক্রয় করবেন কেন ?

Built with Industry Leaders!

  • গ্লোবাল ডাটাসেন্টার

    সকল সার্ভার টপ ক্লাউড প্রোভাইডারেদর State of the Art ডাটাসেন্টারে ক্রিয়েট করা হয়ে থাকে ।

  • সার্ভার কন্ট্রোল সুইচ

    হোম পিসির মতো ইজি কন্ট্রোল করুন আপনার সার্ভার, ইচ্ছে মতো অন/অফ ও ইনস্টল করুন যেকোনো অপারেটিং সিস্টেম ।

  • ৯৯.৯% আপটাইম

    কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করে সকল সার্ভার ৯৯.৯% আপ ও রানিং রাখার নিশ্চয়তা

  • বন্ধুত্বপূর্ণ সহযোগিতা

    এছাড়াও সার্ভার রিলেটেড যেকোনো প্রয়োজনে আছে সার্বক্ষণিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ।

ফ্রি ট্রাই করতে চান ?

Echost এর ক্লাউড VPS এর 2GB ও 4GB এর যেকোন প্যাকেজ ৩ দিন ফ্রি ট্রাই করার জন্যে FREETRIAL  কুপন কোডটি ব্যবহার করুন, অথবা WhatsApp এ মেসেজ সেন্ড করুন। 

অপশনাল ফ্রি কন্ট্রোল প্যানেল

সার্ভার চালাবেন কীভাবে? দক্ষ/অদক্ষ সকল ইউজারদের কথা বিবেচনা করে Echost এর সকল ক্লাউড সার্ভারে এ ভালো মানের ফ্রি কন্ট্রোল প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে, ফ্রি CloudPanel, CyberPanel, VestaCWP কন্ট্রোল প্যানেলসহ অপশনাল Plesk ও cPanel থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের কন্ট্রোল প্যানেলের যেকোনটি, তারপর খবু সহজেই হোস্ট করুন আপনার অথবা আপনার ক্লায়েন্টেদর ওয়েবসাইট, অনলাইন শপ ।

CloudPanel কন্ট্রোল প্যানেল

** No password required.

CyberPanel কন্ট্রোল প্যানেল

Username: demoadmin
Password: cyberpanel123

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

VPS অর্থ Virtual Private Server (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) যা একটি বা একাধিক ডেডিকেটেড সার্ভারের রিসোর্সেসগুলোকে (প্রসেসর, র‍্যাম, হার্ড ডিস্ক) ব্যবহার করে একটি ভার্চুয়াল বা কৃত্রিম পরিবেশ তৈরি করে তাতে আলাদা আলাদা কন্টেইনারের মধ্যে কৃত্রিম কম্পিউটার তৈরি করা হয়, যেখানে একটি ফিজিক্যাল কম্পিউটারের মতো র‍্যাম, হার্ড ডিস্ক, প্রসেসর ও অন্যান্য হার্ডওয়্যার থাকে। এভাবে ফিজিক্যাল সার্ভারগুলোর ধারণ ক্ষমতা অনুযায়ী তাতে ৫, ৬, ১০টি অথবা আরো বেশি ভার্চুয়াল সার্ভার তৈরি করা হয়। এই সার্ভারগুলোকেই VPS বা Virtual Private Server বলা হয়।

আপনি একটি VPS ক্রয় করেছেন মানে আপনি এই রকম একটি কৃত্রিম সার্ভার ক্রয় করেছেন, যেখানে ফিজিক্যাল কম্পিউটারের মতো আপনার পছন্দ অনুযায়ী ওপারেটিং সিস্টেম ও প্রোগ্রাম ইনস্টল করতে পারবেন ।

যে VPS ক্লাউড সার্ভারে বানানো হয় তাকে ক্লাউড VPS বলা হয়। ক্লাউড প্রযুক্তির পূর্বে VPS বানানো হতো (এখনো হয়) একটি মাত্র ডেডিকেটেড বা ফিজিক্যাল সার্ভার কম্পিউটারে, অন্যদিকে ক্লাউড VPS বানানো হয় একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয়ে গঠিত একটি ক্লাউড সার্ভারে । একটি ডেডিকেটেড সার্ভারে হয়তো ১২টি CPU কোর ও ১৬জিবি র‍্যাম থাকতে পারে, অন্যদিকে একটি ক্লাউড সার্ভার যেহেতু একাধিক ফিজিক্যাল সার্ভার নিয়ে গঠিত তাই এতে অনেকগুলো CPU কোর ও র‍্যাম (যেমন ৩০০ কোর ও ৩০০জিবি র‍্যাম) থাকতে পারে।

এদিক দিয়ে সাধারণ VPS কম শক্তিশালী এবং তা প্রায়শই ডাউন হতে পারে, অপরদিকে ক্লাউড সার্ভারে যেহেতু অনেক রিসোর্সেস থাকে তাই এটি অপেক্ষাকৃত বেশি শক্তিশালী এবং প্রয়োজন মতো এর রিসোর্সেস কমা/বাড়া করা যায় এবং এই ধরনের সার্ভার সহজে ডাউন হয় না কারন কোন একটি সার্ভারের ত্রুটি দেখা দিলে ক্লাউডের অন্য সার্ভারগুলো সেটার ব্যাকআপ হিসাবে কাজ করে।

হোস্টিং কন্ট্রোল প্যানেল অর্থ যে প্যানেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ফাইল ও ডোমেইনগুলো কন্ট্রোল করবেন, অন্যদিকে সার্ভার কন্ট্রোল প্যানেল অর্থ, কম্পিউটারের পাওয়ার ও রিস্টার্ট বাটন, ওপরেটিং সিস্টেম ইনস্টলেশন, স্ন্যাপশট ও ব্যাকআপ ম্যানেজমেন্ট ইত্যাদি বোঝায়, যেন আপনি আপনার ভার্চুয়াল কম্পিউটারটি আপনার চাহিদা মতো সেটাপ ও নিয়ন্ত্রন করতে পারেন।

যেকোন সমস্যায় আন্তরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন ইনশা’আল্লাহ, টিকেট, ইমেইল অথবা ফোনে অথবা হোয়াটস এ্যাপ বা মেসেন্জারের মাধ্যমে।

ভেন্ডর প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিসগুলোর মূল্য USD তে দেখানো হয়েছে, মূল্য পরিশোধের সময় BDT তে কনভার্ট করা হবে। পেমেন্ট করা যাবে সহজলভ্য যেকোন মাধ্যম যেমন bKash, রকেট, ক্রেডিট-ডেবিট কার্ড ইত্যাদি থেকে।

আরো কিছু জানতে চান?

বিশেষ কোনো ফিচার অথবা অন্যান্য যেকোনো বিষয়ে আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে
কন্ট্যাক্ট ফর্ম, ফেসবুক পেজ অথবা সরাসরি ফোন কলের মাধ্যমে নির্দ্বিধায় তা জেনে নিতে পারেন ।