ক্যাটেগরি
Print

Echost এর এফিলিয়েট সিস্টেমের শর্তসমূহ ও কীভাবে তা কাজ করে

আপনি কী এফিলিয়েট প্রচরণার মাধ্যমে আয় করতে আগ্রহী ? তাহলে Echost এর Affiliate Program হতে পারে আপনার জন্য সহজ ও লাভজনক একটি উপায়।
আপনার কাজ শুধুমাত্র Echost এর সার্ভিস রেফার করা — বাকিটা করবে Echost!

এই গাইডে আপনি জানতে পারবেন:

  • ✅ Echost এফিলিয়েট সিস্টেম কীভাবে কাজ করে
  • ✅ কীভাবে আপনি কমিশন পাবেন
  • ✅ কোন শর্তগুলো মানা জরুরি

💼 Echost Affiliate System কী?

এটি একটি রেফারেল-ভিত্তিক আয় প্ল্যাটফর্ম। এখানে আপনি একটি স্পেশাল রেফারাল লিংক পাবেন, সেই লিংক আপনি শেয়ার করলে সেটাতে ক্লিক দিয়ে কেউ যদি Echost এ অ্যাকাউন্ট তৈরি করে ও সার্ভিস কিনে তাহলে আপনি কমিশন পাবেন।


🛠️ কীভাবে এটা কাজ করে?

  1. আপনি Echost একাউন্টে লগইন করে একটি রেফারাল লিংক পাবেন (জানুন Echost একাউন্টে কীভাবে লগিন করবেন?)
  2. সেই লিংক ফেসবুক, ইউটিউব, ব্লগ বা বন্ধুদের পাঠান
  3. কেউ লিংকে ক্লিক করে হোস্টিং, ডোমেইন, ভিপিএস বা অনলাইন শপ সার্ভিসে সাইনআপ করলে , আপনি কমিশন পাবেন
  4. কমিশন জমা হয়ে যাবে আপনার Affiliate Dashboard-এ

📸 উদাহরণ স্ক্রীনশট:

Echost এর এফিলিয়েট ড্যাশবোর্ড

📋 Echost এফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলি

নিচে Echost এর অফিসিয়াল টার্মস অনুযায়ী গুরুত্বপূর্ণ শর্তগুলো তুলে ধরা হলো:

  • কমিশন তখনই পাবেন যখন রেফার করা ইউজার নতুন প্রোডাক্ট/হোস্টিং কিনবে
  • ❌ শুধুমাত্র একাউন্ট খোলা যথেষ্ট নয়, ইউজারকে অবশ্যই নতুন প্রোডাক্ট রিনিউ না করা অবস্থায় অর্ডার করতে হবে
  • 🍪 রেফার লিংকে ক্লিক করার পর ৯০ দিন পর্যন্ত কুকি কার্যকর থাকে
    অর্থাৎ ৯০ দিনের মধ্যে অর্ডার হলে আপনি কমিশন পাবেন
    ⚠️ কিন্তু ইউজার যদি কুকি ডিলিট করে, তাহলে ট্র্যাকিং মিস হতে পারে
  • 💲 কমপক্ষে $৫ জমা হলে উইথড্রো করা যাবে
    টাকা উত্তোলনের মাধ্যম: ব্যাংক একাউন্ট অথবা bKash
  • কমিশন পাওয়ার আগে ইউজারের অর্ডার ৩০ দিন সক্রিয় থাকতে হবে
    যদি সে এর আগে সার্ভিস ক্যানসেল করে, তাহলে কমিশন অযোগ্য হয়ে যাবে
  • 📑 আপনি চাইলে প্রতিদিনের আয়, ক্লিক, এবং রেফারেল ডিটেইলস দেখতে পারবেন Affiliate Dashboard-এ

💰 Commission Rate:

👉 Echost-এর স্ট্যান্ডার্ড কমিশন রেট হলো ৮%

উদাহরণস্বরূপ:

  • কেউ যদি $100 মূল্যের সার্ভিস কিনে, আপনি পাবেন $8
  • $25 এর প্যাকেজ হলে কমিশন $2

🧠 উপার্জনের জন্য কৌশল:

  • 🎯 ইউটিউব ভিডিওতে রিভিউ দিয়ে রেফার লিংক যুক্ত করুন
  • 📱 ফেসবুক গ্রুপে হোস্টিং সাজেশন দিতে পারেন
  • ✍️ ব্লগ বা ওয়েবসাইটে গাইড লিখে রেফার করুন
  • 👥 বন্ধু বা ক্লায়েন্টদের হোস্টিং কিনতে উৎসাহিত করুন

❓ সমস্যা হলে কী করবেন?

যদি কমিশন বা ট্র্যাকিং সংক্রান্ত কোনো সমস্যা হয়, আপনি সহজেই সাপোর্ট টিকিট সাবমিট করতে পারেন:

🎫 https://my.echost.net/myaccount/create-support-requests


Echost এর Affiliate সিস্টেম একটি সহজ, স্বচ্ছ ও লাভজনক পদ্ধতি আপনার অনলাইন আয়ের জন্য। শর্তগুলো সঠিকভাবে মানলে আপনি নিয়মিত কমিশন পেতে পারেন — শুধুমাত্র লিংক শেয়ারের মাধ্যমে।

✅ এখনই শুরু করুন — নিজের রেফারাল লিংক শেয়ার করে আয় করুন আজ থেকেই!

Table of Contents