Echost এর এফিলিয়েট সিস্টেমের শর্তসমূহ ও কীভাবে তা কাজ করে
আপনি কী এফিলিয়েট প্রচরণার মাধ্যমে আয় করতে আগ্রহী ? তাহলে Echost এর Affiliate Program হতে পারে আপনার জন্য সহজ ও লাভজনক একটি উপায়।
আপনার কাজ শুধুমাত্র Echost এর সার্ভিস রেফার করা — বাকিটা করবে Echost!
এই গাইডে আপনি জানতে পারবেন:
- ✅ Echost এফিলিয়েট সিস্টেম কীভাবে কাজ করে
- ✅ কীভাবে আপনি কমিশন পাবেন
- ✅ কোন শর্তগুলো মানা জরুরি
💼 Echost Affiliate System কী?
এটি একটি রেফারেল-ভিত্তিক আয় প্ল্যাটফর্ম। এখানে আপনি একটি স্পেশাল রেফারাল লিংক পাবেন, সেই লিংক আপনি শেয়ার করলে সেটাতে ক্লিক দিয়ে কেউ যদি Echost এ অ্যাকাউন্ট তৈরি করে ও সার্ভিস কিনে তাহলে আপনি কমিশন পাবেন।
🛠️ কীভাবে এটা কাজ করে?
- আপনি Echost একাউন্টে লগইন করে একটি রেফারাল লিংক পাবেন (জানুন Echost একাউন্টে কীভাবে লগিন করবেন?)
- সেই লিংক ফেসবুক, ইউটিউব, ব্লগ বা বন্ধুদের পাঠান
- কেউ লিংকে ক্লিক করে হোস্টিং, ডোমেইন, ভিপিএস বা অনলাইন শপ সার্ভিসে সাইনআপ করলে , আপনি কমিশন পাবেন
- কমিশন জমা হয়ে যাবে আপনার Affiliate Dashboard-এ
📸 উদাহরণ স্ক্রীনশট:

📋 Echost এফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলি
নিচে Echost এর অফিসিয়াল টার্মস অনুযায়ী গুরুত্বপূর্ণ শর্তগুলো তুলে ধরা হলো:
- ✅ কমিশন তখনই পাবেন যখন রেফার করা ইউজার নতুন প্রোডাক্ট/হোস্টিং কিনবে
- ❌ শুধুমাত্র একাউন্ট খোলা যথেষ্ট নয়, ইউজারকে অবশ্যই নতুন প্রোডাক্ট রিনিউ না করা অবস্থায় অর্ডার করতে হবে
- 🍪 রেফার লিংকে ক্লিক করার পর ৯০ দিন পর্যন্ত কুকি কার্যকর থাকে
অর্থাৎ ৯০ দিনের মধ্যে অর্ডার হলে আপনি কমিশন পাবেন
⚠️ কিন্তু ইউজার যদি কুকি ডিলিট করে, তাহলে ট্র্যাকিং মিস হতে পারে - 💲 কমপক্ষে $৫ জমা হলে উইথড্রো করা যাবে
টাকা উত্তোলনের মাধ্যম: ব্যাংক একাউন্ট অথবা bKash - ⏳ কমিশন পাওয়ার আগে ইউজারের অর্ডার ৩০ দিন সক্রিয় থাকতে হবে
যদি সে এর আগে সার্ভিস ক্যানসেল করে, তাহলে কমিশন অযোগ্য হয়ে যাবে - 📑 আপনি চাইলে প্রতিদিনের আয়, ক্লিক, এবং রেফারেল ডিটেইলস দেখতে পারবেন Affiliate Dashboard-এ
💰 Commission Rate:
👉 Echost-এর স্ট্যান্ডার্ড কমিশন রেট হলো ৮%
উদাহরণস্বরূপ:
- কেউ যদি $100 মূল্যের সার্ভিস কিনে, আপনি পাবেন $8
- $25 এর প্যাকেজ হলে কমিশন $2
🧠 উপার্জনের জন্য কৌশল:
- 🎯 ইউটিউব ভিডিওতে রিভিউ দিয়ে রেফার লিংক যুক্ত করুন
- 📱 ফেসবুক গ্রুপে হোস্টিং সাজেশন দিতে পারেন
- ✍️ ব্লগ বা ওয়েবসাইটে গাইড লিখে রেফার করুন
- 👥 বন্ধু বা ক্লায়েন্টদের হোস্টিং কিনতে উৎসাহিত করুন
❓ সমস্যা হলে কী করবেন?
যদি কমিশন বা ট্র্যাকিং সংক্রান্ত কোনো সমস্যা হয়, আপনি সহজেই সাপোর্ট টিকিট সাবমিট করতে পারেন:
🎫 https://my.echost.net/myaccount/create-support-requests
Echost এর Affiliate সিস্টেম একটি সহজ, স্বচ্ছ ও লাভজনক পদ্ধতি আপনার অনলাইন আয়ের জন্য। শর্তগুলো সঠিকভাবে মানলে আপনি নিয়মিত কমিশন পেতে পারেন — শুধুমাত্র লিংক শেয়ারের মাধ্যমে।
✅ এখনই শুরু করুন — নিজের রেফারাল লিংক শেয়ার করে আয় করুন আজ থেকেই!