Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

ই-কমার্স হোস্টের একাউন্টে লগিন করবেন কিভাবে?

আপনার ই-কমার্স হোস্টের একাউন্টে কেন ও কিভাবে লগিন করবেন এটা জেনে রাখা জরুরী।

যেসব কারনে ই-কমার্স হোস্ট একাউন্টে লগিন জরুরী

  • আপনার হোস্টিং প্ল্যান সম্বন্ধে জানা, রিনিউ ও ম্যানেজমেন্ট করার জন্যে,
  • ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন, রিনিউ ও অন্যান্য ম্যানেজমেন্ট করার জন্যে,
  • পাশওয়ার্ড ছাড়া cPanel-এ লগিন করার জন্যে,
  • পাশওয়ার্ড ছাড়া অফিসিয়াল ইমেইল চেক করার জন্যে,
  • পাশওয়ার্ড ছাড়া cPanel থেকে ইনস্টল করা CMS যেমন ওয়ার্ডপ্রেস, ওপেনকার্ট, প্রেস্টাশপ, ম্যাজেন্টো ইত্যাদিতে লগিন করার জন্যে,
  • হোস্টিং ও ডোমেইন সংক্রান্ত কোন সমস্যা হলে সহযোগিতা পাওয়ার জন্যে,
  • এফিলিয়েট থেকে অর্জিত মুনাফা সম্বন্ধে রিপোর্ট দেখার জন্যে,
  • ই-কমার্স হোস্ট থেকে যেসব সার্ভিস ক্রয় করেছেন তা রিনিউ করা বা বিল পেমেন্টের জন্যে ইত্যাদি

কিভাবে লগিন করবেন?

ই-কমার্স হোস্টের মূল সাইটের সব উপরে ডান দিকে ‘মাই একাউন্ট‘ লিখার উপর ক্লিক দিয়ে অথবা এই ঠিকানা https://my.ecommercehost.net/ থেকে লগিন করতে পারবেন আপনার একাউন্টে। লগিন স্ক্রীনে ই-কমার্স হোস্টে একাউন্ট করার সময় যে ইউজার নেম ও পাশওয়ার্ড ব্যবহার করেছিলেন তা প্রয়োজন হবে। আর পাশওয়ার্ড ছাড়া লগিন করতে চাইলে ব্যবহার করতে পারেন আপনার জিমেইল অথবা ফেসবুক আই.ডি। এজন্যে প্রথমবার আপনার জিমেইল ও ফেসবুক একাউন্টে লগিন করার প্রয়োজন হতে পারে। যারা সোশাল লগিন ব্যবহার করতে চান তারা ই-কমার্স হোস্টের প্রাইভেসি পলিসি সম্বন্ধে এই লিংক থেকে জেনে নিতে পারেন।

নিচের চিত্রে দেখানো স্থানগুলো থেকে পাশওয়ার্ডসহ অথবা পাশওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুক অথবা জিমেইল ID দিয়ে লগিন করতে পারেন। যদি কোন লগিনই কাজ না করে তাহলে Forgot Password? এ ক্লিক দিয়ে নতুন পাশওয়ার্ড সেট করে নিন।

উপরের চিত্রে দেখানো স্থানগুলোতে যা করতে হবে

১) ইউজার নেম ও পাশওয়ার্ড দিয়ে লগিন করতে চাইলে ১নং স্থানে তা করুন, অথবা
২) পাশওয়ার্ড ছাড়াই ফেসবুক অথবা জিমেইল ID দিয়ে লগিন করতে চাইলে ২ নং স্থান থেকে তা করে নিন।

Table of Contents