Cyberpanel কী? কীভাবে আপনার সার্ভারে Cyberpanel ইনস্টল করবেন?
নিজের VPS বা ডেডিকেটেড সার্ভারে ফ্রি Litespeed সার্ভার ব্যবহারের জন্যে বিশ্বব্যাপী VPS ও ডেডিকেটেড সার্ভার ইউজারদের মধ্যে CyberPanel কন্ট্রোল প্যানেল বিশেষভাবে জনপ্রিয়। Echost এর প্রতিটি VPS সার্ভারে CyberPanel ইনস্টলেশনের অপশন দেয়া হয়, সেক্ষেত্রে আপনাকে আর কষ্ট করে CyberPanel ইনস্টল করে নেয়ার প্রয়োজন নেই, তবে আপনি যদি এ্যাডভান্সড ইউজার বা ডেভেলপfর হন এবং নিজের পছন্দ মতো অপশন নির্বাচন করে CyberPanel ইনস্টল করতে চান তাহলে নিচের কমান্ডগুলো ব্যবহার করে তা করতে পারেন। ইনস্টল প্রসিডিউর এ যাওয়ার আগে আসুন জেনে নিই CyberPanel আসলে কী এবং এটি ইনস্টল করার জন্যে সার্ভারে কী কী অবশ্যই থাকা লাগবে।
Cyberpanel কী?
Cyberpanel ওয়েব সার্ভার ম্যানেজমেন্টের জন্যে cPanel, Plesk, Direct Admin এর মতোই একটি হোস্টিং কন্ট্রোল প্যানেল। এর মাধ্যমে ইউজারগণ সহজে নিজ সার্ভারে ডোমেইন এ্যাড রিমুভ, ডাটাবেজ মেইনটেনেন্স, ফাইল ম্যানেজমেন্ট, ফায়ারওয়াল ম্যানেজমেন্ট, ফ্রি SSL সার্টিফিকেট ইনস্টলেশন এবং ১ ক্লিকে WordPress ইনস্টলেশনসহ একটি ওয়েব হোস্টিং ম্যানেজমেন্টের জন্যে যা যা প্রয়োজন সেগুলোর প্রায় সবই করতে পারেন, এমনকি বিনামূল্যে! cPanel ও Plesk এর মতো টপ কন্ট্রোল প্যানেলগুলো যখন ১৫০০ থকে ২০০০ টাকা প্রতি মাসে রেন্টাল ফি দেয়া লাগে সেখানে প্রায় সিমিলার টাইপ CyberPanel কন্ট্রোল প্যানেল একদম ফ্রি!
Cyberpanel কী নিরাপদ ও নির্ভরযোগ্য?
সব ধরনের ফ্রি কন্ট্রোল প্যানেল নিরাপদ না হলেও CyberPanel একটি নিরাপদ ও নির্ভরযোগ্য কন্ট্রোল প্যানেল। এটি বর্তমানে সব চাইতে জনপ্রিয় সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম LiteSpeed Web Server নির্মাতা LiteSpeed Technologies এর সমর্থিত পণ্য! বর্তমানে LiteSpeed সার্ভারের দুটি ভার্সন আছে একটি LiteSpeed Enterprise যা বর্তমানে সকল LiteSpeed হোস্টিং প্রোভাইডারগণ মান্থলি রেন্টাল ফি’র মাধ্যমে তাদের সার্ভারে ব্যবহার করে থাকেন, আর আরেকটি ভার্সন হলো Open LiteSpeed যা সম্পূর্ণ ফ্রি। CyberPanel -এ দুটি ভার্সনই ইনস্টল করা গেলেও যারা বিনামূল্যে Open LiteSpeed প্রযুক্তি ব্যবহার করতে চান তারা অহেতুক চড়া মূল্যে cPanel ও Plesk ব্যবহার না করে তার পরিবর্তে CyberPanel ব্যবহার করে নিজেদের সার্ভার ম্যানেজমেন্ট কস্ট কমিয়ে আনতে পারেন এবং একই সাথে HTTP/3 ও QUIC প্রোটকলের মাধ্যমে ওয়েবসাইটে যুক্ত করতে পারেন বাড়তি স্পিড। আপনার ওয়েবসাইট বর্তমানে HTTP/3 প্রটোকল সমর্থন করে কিনা চেক করে নিতে পারেন এই লিংকে HTTP/3 Check.
সিস্টেম রিকোয়্যারমেন্টস (System Requirements)
CyberPanel ইনস্টল করার জন্যে সার্ভার অবশ্যই নিম্নলিখিত কনফিগারেশনের হতে হবে।
সার্ভার আর্কিটেকচার
- x86 অথবা
- ARM64 (এখনো স্টেবল না)
- OpenVZ অথবা KVM VPS অথবা ডেডিকেটেড সার্ভার
অপারেটিং সিস্টেম
- Centos 7.x
- Centos 8.x
- Ubuntu 20.04
- Ubuntu 22.04 (Recommended)
- AlmaLinux 8 (Recommended)
অন্যান্য
- কমপক্ষে 1GB RAM
- 10GB Free Space
আপনার সার্ভার যদি উপরের রিকোয়্যারমেন্টের সাথে মিলে যায় তাহলে আপনি নিচের পদ্ধতি অনুসরন করে CyberPanel ইনস্টল করতে পারেন।
যেভাবে ইনস্টল করবেন CyberPanel
সার্ভারে root ইউজার হিসাবে লগিন করার পর এটিকে একটি আপডেট কমান্ড দিতে হবে, এজন্যে আপনার সার্ভার যদি Ubuntu হয় তাহলে নিচের কমান্ডটি কপি-পেস্ট করে এন্টার দিন
sudo apt update && sudo apt upgrade -y
আর আপনার সার্ভার যদি CentOS, AlmaLinux অথবা RockyLinux হয় তাহলে নিচের কমান্ডটি দুটি একেকবারে কপি-পেস্ট করে এন্টার দিন
sudo yum check-update sudo yum update
এবার ইনস্টলেশন কমান্ড দেয়ার আগে নিচের screen কমান্ডটি লিখে এন্টার দিন, মনে রাখবেন এই কমান্ডটি মূল ইনস্টলেশনের সাথে সম্পর্ক না থাকলেও এটি খুব জরুরী, কারণ এই কমান্ড দেয়ার পর আপনি যে কমান্ড দিবেন তারপর যদি আপনার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় তবুও আপনি ইনস্টলেশন প্রসেসে ফিরে আসতে পারবেন screen -r কমান্ড ব্যবহার করে।
screen
এবার ইনস্টলেশন প্রসেস শুরু করার জন্যে নিচের কমান্ডটি কপি-পেস্ট করুন
sh <(curl https://cyberpanel.net/install.sh || wget -O - https://cyberpanel.net/install.sh)
এখন কিছুক্ষণ স্ক্রীণে একটু লক্ষ্য রাখুন কারণ ইস্টলেশন প্রসেস আপনাকে কিছু অপশন নির্বাচন করতে বলবে, যেমন প্রথমে 1, 2, 3 নাম্বান দিয়ে জানতে চাইবে আপনি LiteSpeed Enterprise ভার্সন ইনস্টল করতে চান নাকি Open LiteSpeed ভার্সন চান, এখানে আপনি 1 লিখে এন্টার দিবেন কারণ আমরা চাই LiteSpeed এর ফ্রি ভার্সন Open LiteSpeed । এবং এরপরেও কিছু অপশন সিলেক্ট করতে বললে অনুরুপ নাম্বার অথবা অক্ষর লিখে অপশন নির্বাচন করে দিতে হবে। অপশন নির্বাচন কীভাবে করতে হবে তা স্ক্রীণেই লিখা থাকবে। অথবা এইসব অপশনে শুধু এন্টার বাটনে চাপ দিলে CyberPanel তার ডিফল্ট ভ্যালুতে ইনস্টল হবে যা আমাদের জন্যে যথেষ্ট।
ইনস্টলেশন কমপ্লিটের পর স্ক্রীণে দেখা যাবে “CyberPanel Successfully Installed”, এখন আপনি সার্ভার রিস্টার্ট দিয়ে ব্রাউজারে https://your-ip:8090/ লিখে এন্টার দিলে CyberPanel লগিন স্ক্রীণ পাবেন। মনে রাখুন CyberPanel এর ডিফল্ট ইউজারনেম admin আর পাশওয়ার্ড আপনি যদি ইনস্টলেশনের সময় সেট করে থাকেন তাহলে সেটা নাহলে ডিফল্ট পাশওয়ার্ড 1234567 , লগিনের পর পাশওয়ার্ডটি পাল্টে নিতে ভুলবেন না।