Have a Question?
CWP প্যানেল কী? কীভাবে এটা আপনার সার্ভারে ইনস্টল করবেন?
CWP প্যানেল একটি সার্ভার ও ওয়েব হোস্টিং ম্যানেজমেন্ট কন্ট্রোল প্যানেল। CWP বলে Control Web Panel (কন্ট্রোল ওয়েব প্যানেল) বোঝায়। এটি জনপ্রিয় cPanel কন্ট্রোল প্যানেলের ফ্রি বিকল্প হিসাবে বিশ্বব্যাপী বিশেষভাবে জনপ্রিয়। কন্ট্রোল প্যানেলটি ফ্রি হলেও এটিতে প্রো প্যানেলগুলোর অনকে ফিচার আছে এবং এগুলো নিয়মিত আপডেটও করা হয়।
CWP প্যানেলে ফিচারস
এতে ডোমেইন সাবডোমেইন ও হোস্টিং ফাইল ম্যানেজমেন্টসহ নিম্নলিখত বিষয়াদি সম্পন্ন করা যায়।
- ডোমেইন, সাব ডোমেইন ম্যানেজার
- ইমেইল একাউন্ট ম্যানেজমেন্ট
- Let’s Encrypt অটোমেটিক SSL
- ফাইল ম্যানেজার
- DNS ম্যানেজার
- phpMyAdmin ও MySQL ডাটাবেজ ম্যানেজার
- ওয়ার্ডপ্রেস, ওপেনকার্ট, প্রেস্টাশপ ইত্যাদি ১ ক্লিক ইনস্টলার
- FTP একাউন্ট ম্যানেজার
- PHP ভার্সন ইনস্টলার ও সিলেক্টর
- রিসেলার হোস্টিং ম্যানেজমেন্ট
- এবং আরো অনেক কিছু
CWP প্যানেল ইনস্টলের জন্যে সার্ভার যা থাকতে হবে।
CWP প্যানেল কমপক্ষে ১ জিবি র্যাম ও ১ কোর (তবে ২জিবি র্যাম ও ২ কোর হলে ভালো) এর VPS, ক্লাউড ও ডেডিকেটেড সার্ভারে ইনস্টল করা যায় এবং আরো যা থাকতে হবে,
- CentOS 7 MINIMAL ফ্রেশ ইনস্টল অথবা
- CWP-CentOS 8 MINIMAL ফ্রেশ ইনস্টল অথবা
- CentOS 8 Stream MINIMAL ফ্রেশ ইনস্টল অথবা
- Rocky Linux 8 MINIMAL ফ্রেশ ইনস্টল অথবা
- Alma Linux 8 MINIMAL ফ্রেশ ইনস্টল অথবা
- Oracle Linux 7 & 8 MINIMAL