ক্যাটেগরি
Print

cPanel থেকে zip/unzip এবং ফাইল আপলোড-ডাউনলোড করবেন কীভাবে?

cPanel হোস্টিং ব্যবহারে অনেক সময় আমাদের ফাইলগুলো zip করা বা unzip করার প্রয়োজন হয়। বিশেষ করে যখন আমরা বড় ফোল্ডার আপলোড বা ব্যাকআপ নিতে চাই। এই আর্টিকেলে আপনাকে দেখাবো কীভাবে cPanel থেকে zip/unzip করবেন এবং সহজভাবে ফাইল আপলোড ও ডাউনলোড করবেন।


🗂 ১. File Manager এ প্রবেশ করুন

  1. প্রথমে আপনার Echost হোস্টিং অ্যাকাউন্টে লগইন করুন।
  2. তারপর cPanel-এ প্রবেশ করে File Manager অপশনটি খুলুন।
  3. সাধারণত public_html ডিরেক্টরির মধ্যেই ওয়েবসাইটের ফাইল থাকে।

📦 ২. ফাইল বা ফোল্ডার zip করবেন যেভাবে

  1. যেকোনো একটি ফাইল বা ফোল্ডার সিলেক্ট করুন।
  2. উপর থেকে Compress বাটনে ক্লিক করুন।
  3. একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে Zip Archive সিলেক্ট করে Compress File(s) এ ক্লিক করুন।
  4. zip ফাইলটি একই ডিরেক্টরিতে তৈরি হবে।

📂 ৩. zip ফাইল unzip করবেন যেভাবে

  1. zip ফাইলের উপর রাইট ক্লিক করুন।
  2. Extract অপশন সিলেক্ট করুন।
  3. আপনি চাইলে extract location পরিবর্তন করতে পারেন, না হলে Extract File(s) বাটনে ক্লিক করুন।

⬆️ ৪. ফাইল আপলোড করবেন যেভাবে

  1. যে ফোল্ডারে ফাইল আপলোড করতে চান সেই ফোল্ডারে প্রবেশ করুন।
  2. উপরের Upload বাটনে ক্লিক করুন।
  3. আপনার কম্পিউটার থেকে ফাইল সিলেক্ট করে আপলোড করুন।
  4. বড় ফাইল থাকলে আগে zip করে আপলোড করে পরে unzip করাই উত্তম।

⬇️ ৫. ফাইল ডাউনলোড করবেন যেভাবে

  1. যেকোনো ফাইল বা ফোল্ডারের উপর রাইট ক্লিক করুন।
  2. Download অপশন বেছে নিন।
  3. আপনার কম্পিউটারে ফাইলটি সেভ হয়ে যাবে।

🆘 যদি কোনো সমস্যা হয়?

যদি কোনো zip/unzip বা আপলোড-ডাউনলোড সম্পর্কিত সমস্যা হয়, আপনি সরাসরি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।

🔗 সাপোর্ট টিকিট তৈরি করুন – Echost Support Center


এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি cPanel থেকে সহজেই ফাইল ম্যানেজ করতে পারবেন। এটি ওয়েবসাইটের ব্যাকআপ, ট্রান্সফার, বা ফাইল মেইনটেনেন্সে আপনাকে অনেক সাহায্য করবে।

Table of Contents