Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

উ-কমার্স স্টোরে লগিন করবেন কিভাবে?

WooCommerce স্টোরের এ্যাডমিন প্যানেলে বিভিন্নভাবে লগিন করা যায়, যেমন মোবাইল ও কম্পিউটারের ব্রাউজার থেকে আবার cPanel থেকে অথবা WooCommerce এ্যাপ থেকে। আপনি যদি এ্যাপ থেকে লগিন করতে চান তাহলে নিচের লিংক থেকে জেনে নিন কিভাবে তা করবেন।

মোবাইল ও কম্পিউটারের ব্রাউজার থেকে কিভাবে লগিন করবেন?

এজন্যে আপনার ফোন অথবা কম্পিউটারে যেকোন ওয়েব ব্রাউজার যেমন, Chrome (ক্রোম), Firefox (ফায়ারফক্স) ইত্যাদি ওপেন করে এড্রেস বারে আপনার ডোমেইনের পাশে ফরওয়ার্ড স্ল্যাশ ( / ) চিহ্ন দিয়ে লিখুন wp-admin, সম্পূর্ণ ঠিকানাটি যেন এরকম দেখায় yourdomain.com/wp-admin এখন এন্টার বা গো বাটনে চাপ দিলে নিচের চিত্রটির মতো আপনার WooCmmerce (উ-কমার্স) স্টোরের লগিন পেজ লোড হবে। তাতে আপনার স্টোরের ইউজার নেম ও পাশওয়ার্ড দিয়ে লগিন করুন।

ওয়ার্ডপ্রেস WooCommerce লগিন স্ক্রীণ

cPanel থেকে যেভাবে লগিন করবেন

cPanel থেকে WooCommerce স্টোরে লগিনের জন্যে কোন পাশওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। এজন্যে প্রথমে cPanel-এ লগিনের পর নিচের চিত্রের ১নং স্থানে ‘WordPress Manager by Softaculous‘-এ ক্লিক করতে হবে, এরপর ২নং স্থানে চিহ্নিত ‘Login‘-এ ক্লিক করলে পাশওয়ার্ড ছাড়াই আপনার WooCommerce স্টোরের এ্যাডমিন প্যানেলে লগিন করতে পারবেন। যদি আপনার cPanel-এ একাধিক স্টোর থাকে তবে যে স্টোরে যেতে চান সেটার পাশের ‘Login‘-এ ক্লিক দিতে হবে।

ভিডিও ইনস্ট্রাকশন

নিচের ভিডিওটিতে দেখানো হয়েছে ই-কমার্স হোস্টের একাউন্ট থেকে কিভাবে cPanel-এ এবং সেখান থেকে কিভাবে WooCommerce স্টোরে লগিন করবেন। ই-কমার্স স্টোরের একাউন্টে কিভাবে লগিন করবেন সংশয় থাকলে এই লিংক থেকে জেনে নিন।

Table of Contents
ecommerce apps