অনলাইন স্টোরের প্রোডাক্ট ফেসবুক পেজে শেয়ার করবেন কিভাবে?
ওয়েবসাইট হচ্ছে আপনার অনলাইন দোকান আর ফেসবুক হচ্ছে প্রচারের স্থান । আপনার অনলাইন দোকানকে সবার কাছে পরিচিত করা ও কাস্টমার পাওয়ার জন্যে নিয়মিত আপনাকে ফেসবুকের মতো স্থানে প্রচার করতে হবে । কিভাবে?
যেভাবে স্টোরের প্রোডাক্ট ফেসবুকে প্রচার করবেন
যে প্রোডাক্টটি শেয়ার বা প্রচার করতে ক্রোম কিংবা ফায়ারফক্স ব্রাউজারের মাধ্যমে সেই প্রোডাক্ট পেজে যান, তারপর প্রোডাক্টের ছবিটির পাশে বা নিচে ফেসবুক শেয়ার বাটন খুঁজুন, এরপর ফেসবুক শেয়ার বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেখানে ফেসবুক লগিন চাইলে লগিন করুন। এরপর নিচের চিত্র অনুযায়ী অপশন ঠিক করে নিন।
উপরের চিত্র অনুযায়ী যা করতে হবে
১) ১নং স্থানে ফেসবুক শেয়ার আইকনে ক্লিক করুন
২) এরপর যে পেজটি লোড হবে তার ২নং স্থানে ‘Share on a Page You Manage’ সিলেক্ট করুন
৩) ৩নং স্থানে যে পেজে শেয়ার করতে চান সেটা সিলেক্ট করে দিন
৪) প্রোডাক্টের কোন বিবরণ লিখতে চাইলে ৪নং স্থানে তা লিখুন এবং
৫) সবশেষে ৫নং স্থানে ‘Post to Facebook’ বাটনে ক্লিক করুন।
উপরের স্টেপগুলো সম্পূর্ণ করলে প্রোডাক্টি আপনার ফেসবুক পেজে দেখাবে, সেখান থেকে আপনি প্রোডাক্টি বুস্ট কিংবা আপনার নিউজ ফিডে শেয়ার করতে পারবেন। কেউ প্রোডাক্টের উপর ক্লিক করলেই তাকে সোজা আপনার ওয়েবসাইটের অর্ডার নাও পেজটিতে নিয়ে যাওয়া হবে। আর এভাবে একই সাথে আপনি আপনার ফেসবুক পেজ ও ওয়েবসাইট দুটিকেই এ্যাকটিভ রাখতে পারেন।