Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

উ-কমার্স মোবাইল এ্যাপ থেকে স্টোরে লগিন করবেন কিভাবে ?

উ-কমার্স স্টোর ব্যবহারকারীগণ খুব সহজেই উ-কমার্স মোবাইল এ্যাপ দিয়ে স্টোর ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ যেমন
প্রোডাক্ট এ্যাড, এডিট, নতুন অর্ডারের এলার্ম নোটিফকেশন, অর্ডার ম্যানেজমেন্ট, সেল রিপোর্ট ও ওয়েবসাইটের দৈনিক ভিজিটর সংখ্যা দেখা ইত্যাদি ভ্রাম্যমান অবস্থাতেও যেকোন স্থান থেকে করতে পারবেন।

কিভাবে?

প্রথমে WooCommerce এ্যাপটি এন্ড্রয়েড ফোনের জন্যে গুগল প্লে স্টোরের এই লিংক থেকে এবং আইফোনের জন্যে এ্যাপ স্টোরের এই লিংক থেকে ইনস্টল করে নিন। তারপর এ্যাপটি ওপেন করুন। নিচের স্ক্রীণের মতো একটি পেজ ওপেন হবে।

উপরের চিত্রে লাল চিহ্নিত ‘Continue with WordPress.com‘-এ ট্যাপ করুন। এরপরের স্ক্রীণ দুটির একটিতে WordPress.com-এ ব্যবহৃত ইমেইল এ্যাড্রেস ও অপরটিতে পাশওয়ার্ড লিখতে হবে। আপনি যদি Echost এর রেন্ট এ শপে সাইনআপ করে থাকেন তাহলে এ বিষয়ে সকল তথ্য (ইমেইল, পাশওয়ার্ড) প্রয়োজন মতো Echost এর পক্ষ থেকে সরবরাহ করা হয়ে থাকে । বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্যে নিচের ভিডিওর স্টেপগুলো ফলো করুন।

ভিডিও ইন্ট্রাকশন

Table of Contents
ecommerce apps