Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

আপনার ডোমেইন কিভাবে ই-কমার্স হোস্টের সাথে সংযুক্ত করবেন ?

নেম সার্ভার‘ ও ‘DNS এডিট‘ এই দুটি মাধ্যমে একটি ডোমেইনকে যেকোন হোস্টিং এর সাথে সংযুক্ত করা যায়, তবে অনভিজ্ঞ নতুন ইউজারদের সবসময় ‘নেমসার্ভারস’ পদ্ধতি ব্যবহার করা উচিৎ কারন এই পদ্ধতিতে একটি ডোমেইনের ইমেইল ফাংশনসহ সবধরনের সার্ভিস কার্যকরী হয়ে যায়, অপরপক্ষে DNS এডিট পদ্ধতি শুধুমাত্র এ্যাডভান্সড ইউজারদের ব্যবহার করা উচিৎ যারা জানেন কি করে একটি ডোমেইনের বিভিন্ন DNS রেকর্ড সার্ভারের সাথে সংযুক্ত করতে হয়।

নেম সার্ভার পদ্ধতি

নেমসার্ভারস (Nameservers) দিয়ে আপনার ডোমেইন’কে ই-কমার্স হোস্টের সাথে সংযুক্ত করার জন্যে আপনার হোস্টিং একাউন্টের এ্যাক্টিভেশন ইমেইল থেকে দেখে নিন আপনার ওয়েব হোস্টিং যে সার্ভারে ক্রিয়েট করা হয়েছে তার ‘নেমসার্ভারস‘ কী, উল্লেখ্য যে একেকটি হোস্টিং একাউন্ট একেকটি সার্ভারে ক্রিয়েট করা হলে সেগুলোর ‘নেমসার্ভারসও‘ আলাদা হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে বিশেষ করে India, Singapore, Australia, UK ও US সার্ভারের নেমসার্ভার হিসাবে ns3.echost.netns4.echost.net ব্যবহার করা হয়। আপনাকে কোন সার্ভারে দেয়া হয়েছে সেটা আপনার একাউন্ট এ্যাক্টিভেশনের সময় যে ইমেইলটি পাঠানো হবে তাতে উল্লেখিত ‘নেমসার্ভারস‘ দুটি আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে সেট করে নিন। এ বিষয়ে Echost এর পক্ষ থেকে কোন সহযোগিতা পেতে চাইলে অনুগ্রহ পূর্বক এই লিংকে একটি সাপোর্ট টিকেট সাবমিটের মাধ্যমে তা জানাতে পারেন।

DNS রেকর্ড পদ্ধতি

আপনি যদি এ্যাডভান্সড DNS এডিটরে ‘A‘ রেকর্ড ব্যবহার করে ডোমেইনের সাথে হোস্টিং সংযুক্ত করতে চান তাহলে হোস্টিং এ্যাক্টিভেশন ইমেইল থেকে আপনার সার্ভারের IP ঠিকানাটি জেনে নিয়ে কমপক্ষে দুটি ‘A‘ রেকর্ড একটি @ ( অথবা পূর্ণ ডোমেইন নেম ) ও অপরটি www এর সাথে সার্ভারের IP দিয়ে সংযুক্ত করুন এবং ইমেইল সার্ভার সচল করার জন্য একটি MX রেকর্ড ও ‘mail‘ শব্দটির সাথে ডোমেইনের পূর্ণ নাম যোগে একটি ‘CNAME‘ রেকর্ড যুক্ত করুন। রেকর্ডগুলো সংযুক্ত করার পর দেখতে কিরকম মনে হবে নিচের চিত্রে লক্ষ্য করুন। 

DNS record examples
DNS রেকর্ডের উদাহরণ
  • একেকটি রেকর্ড এ্যাড করার সময় প্রতিবার ১নং স্থানের ‘Add Record‘ -এ ক্লিক দিয়ে রেকর্ডগুলো নিতে হবে,
  • ২নং স্থানের ‘A‘ রেকর্ডে দিতে হবে www এবং পরের Content ফিল্ডে সার্ভারের IP এ্যাড্রেস,
  • ৩নং স্থানের ‘A‘ রেকর্ডে দিতে হবে @ অথবা পূর্ণ ডোমেইন নেম yourdomain.com, উল্লেখ যে বিভিন্ন কোম্পানীর ডোমেইন কন্ট্রোল প্যানেলে অপশনটি ভিন্ন ভিন্নভাবে কাজ করে,
  • ৪নং স্থানে একটি Mail নামে একটি CNAME এ্যাড করাতে হবে এবং Content ফিল্ডে দিতে হবে পূর্ণ ডোমেইন নেম yourdomain.com,
  • ৫নং স্থানে একটি MX রেকর্ডে দিতে হবে @ অথবা পূর্ণ ডোমেইন নেম yourdomain.com এবং Content ফিল্ডে দিতে হবে পূর্ণ ডোমেইন নেম mail.yourdomain.com,

DNS রেকর্ড বিষয়ে Echost এর পক্ষ থেকে কোন সহযোগিতা পেতে চাইলে অনুগ্রহ পূর্বক এই লিংকে একটি সাপোর্ট টিকেট সাবমিটের মাধ্যমে তা জানাতে পারেন।

Table of Contents
ecommerce apps