IP অর্থ ইন্টারনেট প্রটোকল (Internet Protocol)। IP কয়েকটি নাম্বার বা সংখ্যার কম্বিনেশন যা দিয়ে নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইস তাদের স্ব স্ব পরিচয় ও অবস্থান ব্রডকাস্ট বা প্রচার করে, তা বাড়ির ডেস্কটপ অথবা সার্ভার কম্পিউটার যেটাই হোক না কেন, এই নাম্বারগুলোকেই IP এড্রেস বা ঠিকানা বলা হয়। IP এড্রেস সাধারনত ৪টি থেকে ১২টি সংখ্যা নিয়ে গঠিত হয় যেমন 1.1.1.1 কিংবা 12.34.45.60 ইত্যাদি। এই নাম্বার বা IP দিয়েই ডোমেইনের সাথে ওয়েব হোস্টিংকে সংযুক্ত করা হয়।
IP এড্রেস কয় প্রকার
IP এড্রেস ২ প্রকার, IPv4 ও IPv6 (IP ভার্সন 4 ও 6)।
IPv4 IP
IPv4 IP শুধু সংখ্যা দিয়ে গঠিত হয়, যেমন 1.2.3.4 ইত্যাদি। IPv4 IP-গুলো হয় ৩২ বিটের। বর্তমান ওয়েবের অধিকাংশ নেটওয়ার্ক এখনো IPv4 নির্ভর। IPv4 এর মোট সংখ্যা 4,294,967,296টি যা ৪ বিলিয়নের কিছু বেশি (তথ্য সুত্র: উইকিপিডিয়া)। কিন্তু নেটওয়ার্কিং ডিভাইসের সংখ্যা ও ইন্টারনেটে ওয়েব সার্ভার ও ওয়েবসাইটের সংখ্য দ্রুত বেড়ে যাওয়ার কারনে IPv4 অর্থাৎ 1.2.3.4 ধরনের নিউমেরিক ঠিকানাগুলির ঘাটতি দেখা দেয়ায় দীর্ঘদিন থেকে পরীক্ষামূলকভাবে থাকা IP-এর নতুন ও উন্নত আরেকটি সংষ্করণ IPv6 সাধারণের ব্যবহারের জন্যে সরবরাহ করা শুরু হয়েছে।
IPv6 IP
IPv6 ১২৮ বিটের হয়ে থাকে, আর এতে সংখ্যা ও নাম্বার (আলফা-নিউমেরিক) উভয়টিই ব্যবহার করা হয়, যেমন 2001: 0db8: 0000: 0000: 0000: 8a2e: 0370: 7334 2001: db8 :: 8a2e: 370: 7334। IPv6 ১২৮ বিট ও আলফা-নিউমেরিক হওয়ায় IPv4 তুলনায় এটি অনেক বেশি পরিমানের সরবরাহ করা সম্ভব। যার মোট সংখ্যা প্রায় 340,282,366,920,938,463,463,374,607,431,768,211,456টি বা ৩৪০ ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যা IPv4 এর 4,294,967,296টির থেকে অনেক গুণ বেশি! (তথ্য সুত্র: উইকিপিডিয়া)
IP নিয়ন্ত্রন করে কোন প্রতিষ্ঠান?
ICANN (The Internet Corporation for Assigned Names and Numbers) এর অঙ্গ প্রতিষ্ঠান IANA (Internet Assigned Numbers Authority) পৃথিবীর বিভিন্ন রিজিওনাল সংস্থার মাধ্যমে ওয়েব সার্ভার/ইন্টারনেট/নেটওয়ার্কিং সার্ভিস প্রোভাইডারদের IP -গুলো সরবারহ করে, এরপর এইসব সংস্থা বা কোম্পানীগুলো তা সাধারণ মানুষের কাছে বিভিন্ন সেবার মাধ্যমে পৌঁছায়। উল্লেখ্য যে, নর্থ আমেরিকা রিজিওনে ARIN (American Registry for Internet Numbers) এবং এশিয়া রিজিওনে APNIC (Asia Pacific Network Information Centre) নামক প্রতিষ্ঠান দুটি IP সরবরাহ করে থাকে।
বর্তমানে একদিকে যেমন IPv4 IP-এর ঘাটতি অন্য দিকে তেমন IPv6 IP-এর ছড়াছড়ি! বিভিন্ন ওয়েব হোস্টিং প্রোভাইডার তাদের VPS ও ডেডিকেটেড সার্ভারের সাথে IPv4 IP দেয় ১টি আর IPv6 দেয় পুরো একটি /64 ব্লক ! যার অর্থ তারা আপনাকে 18,446,744,073,709,551,616 -গুলো IPv6 IP দিলো! (তথ্য সুত্র: stackoverflow.com)। উল্লেখ্য যে ই-কমার্স হোস্টও প্রতিটি VPS ও ডেডিকেটেড সার্ভারের সাথে একটি করে /64 IPv6 ব্লক দিয়ে থাকে।