cPanel-এ লগিন করবেন কিভাবে?
cPanel (সিপ্যানেলে) দুইভাবে লগিন করতে পারেন।
প্রথমত
ওয়েবসাইট ব্রাউজারে আপনার ডোমেইন নেমের শেষে যদি /cpanel লিখে দেন অর্থাৎ www.yourdomain.com/cpanel তাহলে নিচের চিত্রটির মতো cPanel-এ লগিন করার পেজটি লোড হবে। সেখানে আপনার cPanel এর ইউজার নেম ও পাশওয়ার্ড দিয়ে লগিন করতে পারবেন। উল্লেখ্য যে, ই-কমার্স হোস্ট, হোস্টিং একাউন্ট এ্যাকটিভ করার সময় বিস্তারিত তথ্যসহ ক্লায়েন্টগণকে যে ইমেইল পাঠায় তাতে cPanel এর ইউজারনেম ও পাশওয়ার্ড দেয়া থাকে।

দ্বিতীয়ত
আপনার ই-কমার্স হোস্টের একাউন্ট থেকে ইউজার নেম ও পাশওয়ার্ড ছাড়াই সরাসির cPanel-এ লগিন করা যেতে পারে। এভাবে যারা লগিন করতে চান প্রথমে তারা এই লিংকে ই-কমার্স হোস্টের একাউন্টে লগিন করে নিচের চিত্রে দেখানো স্টেপগুলো ফলো করুন।
স্টেপ-১

স্টেপ-২

স্টেপ-৩

উপরের চিত্রগুলোর চিহ্নিত স্থানে যা করতে হবে
১) ১নং স্থানে ‘Services‘ লিখার উপর ক্লিক করতে হবে,
২) ২নং স্থানে যে হোস্টিং প্ল্যানের বা ডোমেইনের cPanel-এ যেতে চান তার উপর ক্লিক করতে হবে,
৩) ৩নং স্থানে ‘Login to cPanel‘-এ ক্লিক দিয়ে ইউজার নেম ও পাশওয়ার্ড ছাড়াই cPanel-এ প্রবেশ করা যাবে।