উ-কমার্স স্টোরে প্রোডাক্টের দাম স্টক ইত্যাদি এডিট করবেন কিভাবে?
দাম এবং স্টক প্রায়শই পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। এখানে Quick Edit অপশন ব্যবহার করে কিভাবে WooCommerce স্টোরে পূর্বে এ্যাড করানো প্রোডাক্টের দাম, স্টক ইত্যাদি এডিট করবেন তা দেখানো হলো। প্রোডাক্টের বিবরণও এডিট করতে চাইলে Quick Edit এর পরিবর্তে শুধু Edit -এ ক্লিক করতে হবে।
যেভাবে এডিট করবেন
আপনার উ-কমার্স স্টোরে লগিন করার পর নিচের চিত্রে দেখানো প্রথমে হলুদ চিহ্নিত তিন দাগে, তারপর সবুজ চিহ্নিত Products -এ এবং শেষে লাল চিহ্নিত All Products -এ ক্লিক করতে হবে।

উপরের নির্দেশনার পর নিচের চিত্রে দেখানো নীল চিহ্নিত Quick Edit বাটনে ক্লিক দিয়ে যে অপশনগুলো আসবে সেগুলোতে Price -এর স্থানে দাম, Sale -এর স্থানে ডিসকাউন্ট মূল্য (যদি ডিসকাউন্ট দিতে চান), Weight -এর স্থানে ওজন (কেজিতে), এবং স্টক পরিমাণ উল্লেখ করতে চাইলে Manage stock? -এর স্থানে টিক চিহ্ন দিয়ে কত পিস আছে লিখে দিতে হবে।

ভিডিও ইন্সট্রাকশন
নির্দেশনাটি আরো ভালোভাবে বোঝার জন্যে নিচের ভিডিওটি দেখুন।