Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

প্রোডাক্ট এট্রিবিউটস কাকে বলে? এট্রিবিউট তৈরি করবেন কিভাবে ?

এট্রিবিউট অর্থ ‘বৈশিষ্ট‘। একটি প্রোডাক্টে রং ও সাইজসহ অন্যান্য যেসব বৈশিষ্ট থাকে সেগুলোকে প্রোডাক্ট এট্রিবিউটস (product attributes) বা ‘পণ্যের বৈশিষ্ট‘ বলা হয়। প্রোডাক্টে এট্রিবিউটস ব্যবহার করতে চাইলে সেগুলো আগে সিস্টেমে তৈরি করে নিতে হয়।

প্রোডাক্ট এট্রিবিউটস কাদের প্রয়োজন হয়?

যারা ক্রেতাগণকে কোন প্রোডাক্টের অর্ডার করার সময় রং ও সাইজসহ বিভিন্ন ধরনের বৈশিষ্ট সিলেক্ট করার অপশন দিতে চান তাদের জন্যে প্রোডাক্ট এট্রিবিউটস তৈরি করে নেয়া প্রয়োজন। নতুন পণ্য এ্যাড করার সময়ও এট্রিবিউট তৈরি করে যায় কিন্তু এট্রিবিউটসগুলো তৈরি করে রাখলে স্টোরে নতুন কোন পণ্য এ্যাড করার দ্রুত সেগুলো সংযুক্ত করে দেয়া যায়।

কিভাবে প্রোডাক্ট এট্রিবিউটস তৈরি করবনে?

প্রোডাক্ট এট্রিবিউটস তৈরি করার জন্যে প্রথমে আপনার উ-কমার্স স্টোরের এ্যাডমিন প্যানেল লগিন করুন এরপর বাম কলামের অপশনগুলো থেকে Products>Attributes অর্থাৎ Products এর আন্ডারে Attributes এর উপর ক্লিক করে নিচের চিত্র ২টিতে দেখানো স্টেপগুলো ফলো করুন।

উপরের চিত্র দুটিতে দেখানো স্থানগুলো যা করতে হবে

১) ১নং স্থানে মাউস ধরলে বা ক্লিক করলে ২ নং অপশন পাওয়া যাবে
২) ২নং স্থানে ‘Attributes‘-এর উপর ক্লিক দিল ৩নং অপশনের পেজটি লোড হবে
৩) ৩নং স্থানে যে ‘এট্রিবিউটস‘ এ্যাড করতে চান যেমন রং, সাইজ ইত্যাদি তা লিখতে হবে
৪) ৪নং স্থানে ক্লিক দিয়ে এট্রিবিউটস‘টি এ্যাড করাতে হবে
৫) এট্রিবিউটস‘গুলি এ্যাড করানোর পর ৫নং স্থানের মতো দেখা যাবে
৬) ৬নং স্থানের ‘Configure Terms‘-এ ক্লিক দিয়ে যে অপশনগুলো দিতে চান সেগুলো একটি একটি করে এ্যাড করাতে হবে, এখানে যেমন ৬ নাম্বারে প্রদর্শিত এট্রিবিউটের নাম ‘রং‘ তাহলে এখন ‘রং’ এর পাশে ‘Configure Terms‘-এ ক্লিক দিয়ে সাদা, কালো, সবুজ, নীল ইত্যাদি ৮ ও ৯ নাম্বারে দেখানোর মতো করে এ্যাড করে নিতে হবে
৭) ৭নং স্থানে ‘Configure Terms‘-এ ক্লিক দিয়ে একেকটি সাইজ ৮ ও ৯ নাম্বারে দেখানোর মতো করে এ্যাড করে দিতে হবে
৮) ৮নং স্থানে ‘রং‘ হলে রঙের নাম ‘সাইজ‘ হলে সাইজের নাম লিখে
৯) ৯নং স্থানে ক্লিক দিয়ে অপশনগুলি এ্যাড করাতে হবে
১০) অপশগুলি এ্যাড করার পর ১০নং স্থানের মতো দেখা যাবে।

উপরের ইনস্ট্রাকশনের ভিডিও চিত্র

কাজ কিন্তু এখনো শেষ হয়নি! কেবল তো এট্রিবিউটসগুলো ক্রিয়েট করলেন কিন্তু কিভাবে এগুলো একেকটি পণ্যের সাথে সংযুক্ত করবেন? নিচের লিংক থেকে তা জেনে নিন কিভাবে তা করবেন।

>> প্রোডাক্টে রং সাইজ ইত্যাদি বিভিন্ন অপশন যুক্ত করবেন কিভাবে?

Table of Contents
ecommerce apps