Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

ইনভয়েস প্রিন্ট করবেন কিভাবে?

ইনভয়েস প্রিন্ট করার পূর্বে জানা দরকার, ইনভয়েস কি? ইনভয়েস হচ্ছে এরকম একটি ডকুমেন্ট যা বিক্রেতাগণ বিক্রয়কৃত পণ্যসমূহের তালিকা, পরিমান ও মূল্য বিবরণী উল্লেখপূর্বক ক্রেতাগণকে সরবরাহ করে থাকেন। অর্ডার ডেলিভারি করার সময় কাস্টমারগণকে তাদের অর্ডারকৃত পণ্যের সাথে এরকম একটি ইনভয়েস সরবরাহ করার জন্যে যারা Echost এর উ-কমার্স / WooCommerce স্টোর চালিত করছেন তারা নিম্ন বর্ণিত উপায়ে একটি ইনভয়েস প্রিন্ট করতে পারেন।

আরো জেনে নিন
প্যাকিং স্লিপ প্রিন্ট করবেন কিভাবে?
শিপিং লেবেল প্রিন্ট করবেন কিভাবে?

প্রথমে আপনার উ-কমার্স স্টোরে লগিন করার পর নিচের চিত্র ও নির্দেশনা অনুযায়ী ইনভয়েস প্রিন্ট করে নিন।

উপরের চিত্রগুলোতে যা বোঝানো হয়েছে:

১) ১নং স্থানে মাউস পয়েন্টার ধরলে ২নং স্থানের অপশনটি দেখা যাবে.
২) ২নং স্থানের ‘Orders‘ এর উপর ক্লিক করলে অর্ডার ডিটেইলস পেজ লোড হবে,
৩) ৩ নং স্থানে সকল অর্ডারে তালিকা দেখানো হচ্ছে, সেখান থেকে যে অর্ডারের ইনভয়েস প্রিন্ট করতে চান সেটির উপর ক্লিক করতে হবে,
৪) ৪ নং স্থানে দেখানো ‘Print Invoice‘ এ ক্লিক করতে হবে,
৫) ৫ নং স্থানে কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে এবং
৬) ৬ নং স্থানে দেখানো ‘Print‘ বাটনে ক্লিক করলে ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে।

উপরের চিত্রে কোন কিছু বুঝতে অসুবিধা বা অন্য কোন সমস্যা হলে নির্দ্বিধায় এই ফর্মের মাধ্যমে আমাদেরকে তা অবহিত করুন।

Table of Contents