ইনভয়েস প্রিন্ট করবেন কিভাবে?

ইনভয়েস প্রিন্ট করার পূর্বে জানা দরকার, ইনভয়েস কি? ইনভয়েস হচ্ছে এরকম একটি ডকুমেন্ট যা বিক্রেতাগণ বিক্রয়কৃত পণ্যসমূহের তালিকা, পরিমান ও মূল্য বিবরণী উল্লেখপূর্বক ক্রেতাগণকে সরবরাহ করে থাকেন। অর্ডার ডেলিভারি করার সময় কাস্টমারগণকে তাদের অর্ডারকৃত পণ্যের সাথে এরকম একটি ইনভয়েস সরবরাহ করার জন্যে যারা Echost এর উ-কমার্স / WooCommerce স্টোর চালিত করছেন তারা নিম্ন বর্ণিত উপায়ে একটি ইনভয়েস প্রিন্ট করতে পারেন।
আরো জেনে নিন প্যাকিং স্লিপ প্রিন্ট করবেন কিভাবে? শিপিং লেবেল প্রিন্ট করবেন কিভাবে?
প্রথমে আপনার উ-কমার্স স্টোরে লগিন করার পর নিচের চিত্র ও নির্দেশনা অনুযায়ী ইনভয়েস প্রিন্ট করে নিন।



উপরের চিত্রগুলোতে যা বোঝানো হয়েছে:
১) ১নং স্থানে মাউস পয়েন্টার ধরলে ২নং স্থানের অপশনটি দেখা যাবে.
২) ২নং স্থানের ‘Orders‘ এর উপর ক্লিক করলে অর্ডার ডিটেইলস পেজ লোড হবে,
৩) ৩ নং স্থানে সকল অর্ডারে তালিকা দেখানো হচ্ছে, সেখান থেকে যে অর্ডারের ইনভয়েস প্রিন্ট করতে চান সেটির উপর ক্লিক করতে হবে,
৪) ৪ নং স্থানে দেখানো ‘Print Invoice‘ এ ক্লিক করতে হবে,
৫) ৫ নং স্থানে কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে এবং
৬) ৬ নং স্থানে দেখানো ‘Print‘ বাটনে ক্লিক করলে ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে।
উপরের চিত্রে কোন কিছু বুঝতে অসুবিধা বা অন্য কোন সমস্যা হলে নির্দ্বিধায় এই ফর্মের মাধ্যমে আমাদেরকে তা অবহিত করুন।