Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

প্যাকিং স্লিপ প্রিন্ট করবেন কিভাবে?

প্যাকিং স্লিপ করার পূর্বে জানা দরকার, প্যাকিং স্লিপ কি? প্যাকিং স্লিপ অর্ডারকৃত পণ্যসমূহরে একটি পূর্ণাঙ্গ তালিকা যেখান পণ্যসমূহের SKU, ওজন, নাম, পরিমান ইত্যাদি উল্লেখ করা থাকে। সঠিকভাবে অর্ডার প্যাকিং ও ডেলিভারির জন্যে প্যাকিং স্লিপ সকল ই-কমার্স ব্যবসায়ের জন্যে অপরিহার্য।

আরো জেনে নিন
ইনভয়েস প্রিন্ট করবেন কিভাবে?
শিপিং লেবেল প্রিন্ট করবেন কিভাবে?

যারা ই-কমার্স হোস্টের এর উ-কমার্স / WooCommerce স্টোর চালিত করছেন তারা নিম্ন বর্ণিত উপায়ে খুব সহজেই যেকোন অর্ডারের প্যাকিং স্লিপ প্রিন্ট করতে পারবেন। এজন্যে প্রথমে আপনার উ-কমার্স স্টোরে লগিন করার পর নিচের চিত্র ও নির্দেশনা অনুসরণ করুন।

উপরের চিত্রগুলোতে যা বোঝানো হয়েছে:

১) ১নং স্থানে মাউস পয়েন্টার ধরলে ২নং স্থানের অপশনটি দেখা যাবে.
২) ২নং স্থানের ‘Orders‘ এর উপর ক্লিক করলে অর্ডার ডিটেইলস পেজ লোড হবে,
৩) ৩ নং স্থানে সকল অর্ডারে তালিকা দেখানো হচ্ছে, সেখান থেকে যে অর্ডারের প্যাকিং স্লিপ প্রিন্ট করতে চান সেটির উপর ক্লিক করতে হবে,
৪) ৪ নং স্থানে দেখানো ‘Print Packing Slip‘ এ ক্লিক করতে হবে,
৫) ৫ নং স্থানে কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে এবং
৬) ৬ নং স্থানে দেখানো ‘Print‘ বাটনে ক্লিক করলে প্যাকিং স্লিপ প্রিন্ট হয়ে যাবে।

উপরের চিত্রে কোন কিছু বুঝতে অসুবিধা বা অন্য কোন সমস্যা হলে নির্দ্বিধায় এই ফর্মের মাধ্যমে আমাদেরকে তা অবহিত করুন।

Table of Contents