Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

কম্পিউটার থেকে উ-কমার্স স্টোরে কিভাবে প্রোডাক্ট পোস্ট করবেন?

কম্পিউটার থেকে উ-কমার্স স্টোরে প্রোডাক্ট পোস্ট দেয়ার জন্যে প্রথমে উ-কমার্স স্টোরের এডমিন প্যানেলে লগিন করতে হবে। কিভাবে লগিন করবেন এখনো জেনে থাকলে জেনে নিন নিচের লিংক থেকে এবং সাথে আরো জেনে নিন মোবাইল ফোন থেকে কিভাবে আপনার WooCommerce স্টোরে প্রোডাক্ট পোস্ট করবেন।

যেবাবে প্রোডাক্ট এ্যাড করবেন

উ-কমার্স স্টোরের এ্যাডমিন প্যানেলে লগিনের পর নিচের চিত্র দুটির মধ্যে দেখানো স্টেপ অনুযায়ী প্রোডাক্ট পোস্ট করতে হবে।

উপরের চিত্রে দেখানো স্থানগুলোতে যা করতে হবে

১) ১নং চিহ্নিত স্থানে মাউস ধরলে ২ নং চিহ্নিত অপশন দেখা যাবে,
২) ২ নং চিহ্নিত স্থানে Add New এ ক্লিক করলে প্রোডাক্ট পোস্ট করার জন্যে একটি পেজ লোড হবে,
৩) ৩ নং স্থানে প্রোডাক্টের নাম লিখতে হবে,
৪) ৪ নং স্থানে প্রোডাক্টের পূর্ণ বিবরণ,
৫) ৫ নং স্থানে প্রোডাক্টের ‘ক্যাটেগরি‘ সিলেক্ট করে দিতে হবে,
৬) ৬ নং স্থানে প্রোডাক্টটির নিয়মিত দাম,
৭) মূল্যছাড় দিতে চাইলে ৭ নং স্থানে ছাড়কৃত দাম উল্লেখ করতে হবে,
৮) ৮ নং স্থানে ক্লিক দিয়ে প্রোডাক্টির একটি ছবি দিতে হবে,
৯) ৯ নং স্থানে প্রোডাক্টটির একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, এবং
১০) সব শেষে সবুজ চিহ্নিত ১০ নং স্থানের ‘Save‘ এ ক্লিক করলে প্রোডাক্টটি ওয়েবসাইটে বিক্রয়ের জন্যে প্রদর্শিত হবে।

উপরের পদক্ষেপগুলো ঠিকভাবে সম্পূর্ণ করলে প্রোডাক্টটি নিচের চিত্রের মতো ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

Table of Contents
ecommerce apps