Web hosting

On the Cloud

Why Choose Echost?

অনলাইন ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রকল্প—যে কোনো ওয়েবসাইটের জন্য প্রয়োজন নির্ভরযোগ্য, দ্রুত ও নিরাপদ হোস্টিং। Echost সেই প্রয়োজনটিই পূরণ করে আধুনিক সার্ভার অবকাঠামো, উন্নত সিকিউরিটি সিস্টেম এবং অভিজ্ঞ সাপোর্ট টিমের মাধ্যমে। আমরা বিশ্বাস করি—আপনার ওয়েবসাইট শুধু চালু থাকলেই হবে না, বরং হতে হবে দ্রুত, স্থিতিশীল এবং সর্বোচ্চ নিরাপদ

স্কেলেবল রিসোর্স

ব্যবসা বাড়ার সাথে সাথে CPU, RAM ও স্টোরেজ সহজেই আপগ্রেডের সুবিধা।

সহজ কন্ট্রোল প্যানেল

যে কেউ সহজেই ওয়েবসাইট, ইমেইল ও ডেটাবেস ম্যানেজ করতে পারবেন, এবং সাথে থাকছে ইউজফুল টিউটোরিয়াল ও স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা।

সুপার-ফাস্ট পারফরম্যান্স

অপ্টিমাইজড সার্ভার ও NVMe SSD দিয়ে আপনার সাইট লোড হবে মুহূর্তেই।

জেনারেল ওয়েব হোস্টিং প্যাকেজ

আমাদের জেনারেল হোস্টিং প্ল্যানগুলো তৈরি করা হয়েছে শেয়ার্ড সার্ভারে কম খরচে দ্রুত গতি, সহজ ব্যবস্থাপনা এবং সর্বোচ্চ স্থিতিশীলতা নিশ্চিত করতে। হালকা ইন্টারফেস, শক্তিশালী সার্ভার কনফিগারেশন এবং উন্নত সিকিউরিটি ফিচারসের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে আপনার ওয়েবসাইট যেন স্মুথ, নিরাপদ ও আরও দ্রুতগতির হয়। নতুন হোক বা অভিজ্ঞ—সব ব্যবহারকারীর জন্যই কম খরচে এটি একটি স্ট্রেস-ফ্রি নির্ভরযোগ্য হোস্টিং সমাধান।

প্যাকেজগুলো কাদের জন্য প্রযোজ্য?

যারা যেকোনো সাধারণ প্রয়োজন যেমন ব্লগ, পোর্টফোলিও, প্রতিষ্ঠানের পরিচিতিমূলক ওয়েবসাইট, ছোট/মাঝারি ই-কমার্স সাইট বানাতে চান প্যাকেজগুলো তাদের জন্য প্রযোজ্য।

প্রতিটি প্ল্যানের সাথে কমন

উল্লেখ্য যে ব্যাকআপ রিটেনশন পিরিয়ড ১৫ দিন, অর্থাৎ সাইটে কোনো সমস্যা হলে বিগত ১৫ দিনের মধ্য থেকে যেকোনো দিনের ব্যাকআপ রিস্টোর করা যাবে।

ই-কমার্স হোস্টিং প্যাকেজ

অনলাইন স্টোরের জন্য প্রয়োজন হয় আলাদা পারফরম্যান্স, স্টেবিলিটি ও সিকিউরিটি —আর ঠিক এজন্যই আমাদের ই-কমার্স অপটিমাইজড  Hosting প্যাকেজ। হেভি ট্রাফিক, একাধিক অর্ডার, ডাইনামিক পেজ,  ল্যান্ডিং পেজ এ সবকিছুই সহজভাবে সামলাতে এই প্যাকেজগুলো তৈরি করা হয়েছে নতুন জেনারেশনের EPYC সার্ভারে, যেখানে WooCommerce, Prestashop, Opencart ও Laravel নির্ভর অনলাইন শপ চালাতে পারবেন নির্বিঘ্নে।

প্রতিটি প্ল্যানের সাথে কমন

প্যাকেজগুলোতে ব্যবহার করা হয়েছে OpenLiteSpeed নির্ভর নতুন জেনারেশনের Enhance ও OLS Panel কন্ট্রোল প্যানেল।

Managed VPS হোস্টিং

নিচের প্যাকেজগুলো তৈরি করা হয়েছে ম্যানেজড VPS সার্ভারে, কিন্তু VPS ম্যানেজমেন্টের জন্য আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে একটি ইজি কন্ট্রোল প্যানেল দেয়া হবে যেখানে আপনি আপনার বা ক্লায়েন্টদের ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। প্রয়োজনে তাদেরকে আলাদা আলাদা হোয়াইট লেবেল কন্ট্রোল প্যানেল এক্সেসও দিতে পারবেন। প্ল্যানটিতে root access দেয়া হয় না, তবে প্রয়োজনে SSH এক্সেস দেয়া হবে। আপনি যদি Root এক্সেস পেতে চান তাহলে আমাদের Root VPS সার্ভারগুলো দেখতে পারেন এই লিংকে Root VPS প্যাকেজ >>

প্যাকেজগুলো কাদের জন্য প্রযোজ্য?

যারা শেয়ার্ড হোস্টিংয়ের গন্ডি পেরিয়ে বড় কোনো প্রজেক্ট অথবা ই-কর্মাসের জন্য প্রাইভেট সার্ভার পেতে চান, কিন্তু সার্ভার ম্যানেজমেন্টের ঝামেলা পোহাতে চান না তাদের জন্য এবং যারা ফ্রিল্যান্সার/ডেভেলপার নিজেদের অথবা ক্লায়েন্টদের জন্য অনেক ওয়েবসাইট হোস্ট করতে চান তাদের জন্য প্রযোজ্য।

প্রতিটি প্ল্যানের সাথে কমন

Note: Normal CPU Core বলতে Intel ও AMD এর অপেক্ষাকৃত অল্ড জেনারেশনের প্রসেসরের কোর বোঝানো হয়েছে আর EPYC বলতে AMD এর অপেক্ষাকৃত নতুন জেনারেশনের পাওয়ারফুল কোর বোঝানো হয়েছে। 

হোস্টিং ফিচারস

আপনার ওয়েবসাইট সবসময় দ্রুত, স্থিতিশীল ও সুরক্ষিত রাখতেই Echost ব্যবহার করে আধুনিক সার্ভার প্রযুক্তি ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা। উন্নত হার্ডওয়্যার কনফিগারেশন, অপ্টিমাইজড নেটওয়ার্ক অবকাঠামো এবং মাল্টি-লেভেল সিকিউরিটি প্রটোকল—সব মিলিয়ে আমরা নিশ্চিত করি সর্বোচ্চ পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা। ছোট ব্যবসা, ই-কমার্স বা বড় পরিসরের অ্যাপ্লিকেশন—সব ধরনের প্রকল্পের জন্যই Echost দেয় নিরাপদ ও স্কেলেবল হোস্টিং পরিবেশ।

ডেইলি অটো-ব্যাকআপ

উচ্চগতির NVMe স্টোরেজ

ফ্রি SSL সার্টিফিকেট

স্মার্ট সার্ভার মনিটরিং

স্কেলেবল সার্ভার রিসোর্স

এন্টারপ্রাইজ-গ্রেড নিরাপত্তা

কোনো প্রশ্ন?

বিশেষ কোনো ফিচার অথবা Echost এর হোস্টিং রিলেটেড যেকোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেনঞ্জার অথবা WhatsApp এর মাধ্যমে নির্দ্বিধায় আমাদেরকে তা অবহিত করুন ।

কন্ট্রোল প্যানেল ফিচারস

Echost নিয়ে এসেছে আধুনিক ও গতিময় হোস্টিং প্যাকেজ, যেখানে রয়েছে OpenLiteSpeed (OLS) Panel ও FastPanel–এর শক্তিশালী সমন্বয়। গতানুগতিক cPanel এর বাইরে হোস্টিং ম্যানেজমেন্ট যে আরো সহজ ও আনন্দময় হতে পারে এ দুটি কন্ট্রোল প্যানেল তার এক অনন্য উদাহরণ। সেই সাথে দ্রুত লোডিং স্পিড, সহজ ব্যবস্থাপনা, আর ডেভেলপার-ফ্রেন্ডলি কনফিগারেশনের কারণে এসব প্যাকেজ আপনার WordPress, WooCommerce বা কাস্টম অ্যাপ—সবকিছুর পারফরম্যান্সকে নিয়ে যাবে এক নতুন স্তরে। নিরাপদ, স্কেলেবল এবং ঝামেলাহীন হোস্টিং চাইলে Echost–এর এই প্যাকেজগুলোই হতে পারে আপনার যেকোনো প্রয়োজনের হোস্টিং সমাধান।

ই-কমার্স অপটিমাইজড

ই-কমার্স ওয়েবসাইটের “বাড়তি লোড” বিবেচনায় রেখে Echost এর ক্লাউড হোস্টিংয়ের জন্য সার্ভার নির্বাচন করা হয়ে থাকে, ফলে ছোট থেকে বড় যেকোনো প্যাকেজেই চালাতে পারবেন আপনার WooCommerce, PrestashopOpencart শপ অথবা  অন্য যেকোনো ধরনের ওয়েবসাইট ।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

এটা নির্ভর করছে আপনি হোস্টিং নিয়ে আপনি কী করতে চান তরা উপর। আপনি যদি একজন সাধারণ ইউজার হন যিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্লগ অথবা ব্যবসায়ের পরিচিতিমূলক ওয়েবসাইট বানাতে চার তাহলে আপনার জন্য আমাদের শেয়ার্ড হোস্টিং প্যাকেগুলোই যথেস্ট যেখানে ছোটি বা মিডিয়াম সাইজ ই-কমার্স ওয়েবসাইটও হোস্ট করতে পারবেন।

অন্যদিকে আপনি যদি প্রফেশনাল মানের ই-কমার্স ওয়েবসাইট বানাতে চান, ফোসবুক গুগল এডে বুস্টিং করতে চান তাহলে আপনার ই-কমার্স প্যাকেজটি নেয়া উচিৎ কারণ সেখানে বেশি লোড বহনে সমক্ষমতার জন্য দেয়া হয়েছে বাড়তি র‍্যাম ও CPU।

আবার আপনি যদি একজন ডেভেলাপার বা ফ্রিল্যান্সার হয়ে থাকেন যিনি নিজের এবং ক্লায়েন্টদের জন্য অনেক ওয়েবসাইট হোস্ট করে থাকেন তাহলে আপনার নেয়া উচিৎ আমাদের MV সিরিজের হোস্টিং প্যাকেজগুলো, কারণ সেগুলো আসলে প্রাইভেট সার্ভার বা VPS কিন্তু যেখানে VPS ম্যানেজমেন্টের কোনো ঝামেলা নেই, আপনাকে কন্ট্রোল প্যানেল সহ একটি VPS দেয়া হবে আপনি প্রয়োজন মতো ওয়েবসাইট হোস্ট করবেন।

জ্বী, মাইগ্রেশন সহায়তার জন্যে সার্ভিস ম্যানেজমেন্ট প্যানেল থেকে আমাদেরকে তা অবহিত করুন।

জ্বী, এই প্ল্যানে cPanel এক্সেস দেয়া হয়।

সার্ভিসটি অর্ডার ও পেমেন্ট কমপ্লিট হওয়ার পরপরই  স্বয়ংক্রিয়ভাবে একটিভ বা ব্যবহার উপযোগী হয়ে যায়।

যেকোনো সমস্যায় আন্তরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন ইন-শা-আল্লাহ, টিকেট, ইমেইল, ফোন, হোয়াটসএ্যাপ অথবা মেসেন্জারের মাধ্যমে।

ভেন্ডর প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে সার্ভিসগুলোর মূল্য USD তে দেখানো হয়েছে, মূল্য পরিশোধের সময় BDT তে কনভার্ট করা হবে। পেমেন্ট করা যাবে সহজলভ্য যেকোন মাধ্যম যেমন bKash, রকেট, ক্রেডিট-ডেবিট কার্ড ইত্যাদি থেকে।