হোস্টিং এন্ড ডোমেইন

Facebook Business একাউন্টে ডোমেইন এ্যাড করার সময় “Domain verified by another business” মেসেজ দেখালে কী করবেন?

আপনি যখন Facebook Business Manager-এ আপনার ডোমেইন অ্যাড করতে যান, তখন অনেক সময় একটি এরর মেসেজ দেখতে পারেন:

🔴 The domain has already been verified by another business.

এই সমস্যার কারণ হলো — আপনার যুক্ত করতে চাওয়া ডোমেইনটি ইতিমধ্যেই অন্য একটি বিজনেস ম্যানেজারে ভেরিফাই করা আছে। কিন্তু চিন্তার কিছু নেই, নিচে সহজভাবে সমাধান দেখানো হলো।


সমস্যাটি দেখতে কেমন হবে?

আপনি যখন নতুন ডোমেইন যুক্ত করতে যাবেন, তখন নিচের মতো একটি মেসেজ আসতে পারে:

📷 দেখুন উপরের স্ক্রিনশট: Add a domain – The domain has already been verified by another business.


সমস্যাটি হয় কেন? (Why Does This Problem Occur?)

Facebook Business Manager-এ “The domain has already been verified by another business” সমস্যাটি সাধারণত কয়েকটি কারণে ঘটে থাকে:

১. ডোমেইনটি ইতিমধ্যে অন্য কোনো Business Manager-এ ভেরিফাই করা আছে

আপনার অ্যাড করতে চাওয়া ডোমেইনটি আগে কোনো বিজনেস ম্যানেজারে ভেরিফাই হয়ে থাকলে নতুন করে সেটি আর অন্য বিজনেস ম্যানেজারে সরাসরি ভেরিফাই করা যাবে না। শুধুমাত্র Request Access দিয়ে পার্টনারশিপের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।

২. পুরনো বিজনেস ম্যানেজারে ডোমেইন রিমুভ করা হয়নি

অনেক সময় পুরনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ডোমেইন রিমুভ না করার কারণে নতুন কোনো বিজনেস ম্যানেজার সেটি অ্যাড করতে গেলে এই সমস্যা দেখায়।

৩. ডোমেইনটি আগে অন্য কারো মালিকানায় ছিলো

ডোমেইনটি যদি আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানায় থাকত এবং তারা সেটি Facebook Business Manager-এ ভেরিফাই করে রাখত, পরে তারা যদি ডোমেইনটি রিনিউ না করে ছেড়ে দেয় এবং আপনি সেই ডোমেইন কিনে নেন — তাহলেও ফেসবুকে ভেরিফিকেশন সমস্যা দেখা দিতে পারে। কারণ, পুরনো বিজনেস ম্যানেজারের সাথে ডোমেইনটি তখনো সংযুক্ত থাকে।

৪. Facebook এর ক্যাশ বা সিস্টেম আপডেট সমস্যা

কিছু ক্ষেত্রে Facebook এর ক্যাশ বা সিস্টেম আপডেটের কারণে পুরনো ডেটা ক্লিয়ার না হলে নতুন ডোমেইন মালিকের ভেরিফিকেশনেও সমস্যা হতে পারে। এটি তুলনামূলক বিরল ঘটনা হলেও কখনো কখনো ঘটে।

এর সমাধান কী?

এই ক্ষেত্রে আপনাকে ডোমেইনের এক্সেস রিকোয়েস্ট করতে হবে। এর মাধ্যমে ডোমেইনের মালিক আপনাকে পার্টনার হিসেবে অনুমোদন করতে পারবেন।

পদক্ষেপগুলো:

  1. Facebook Business Manager এ লগইন করুন।
  2. সাইড মেনু থেকে ➔ Brand Safety and SuitabilityDomains এ যান।
  3. উপরে ডান পাশে থাকা Add বাটনে ক্লিক করুন।
  4. এবার “Create a domain” এর পরিবর্তে সিলেক্ট করুন ➔ Request access to a domain (🔑)

📷 দেখুন উপরের স্ক্রিনশট: Request access to a domain সিলেক্ট করা

  1. রিকোয়েস্ট পাঠানোর পর যেই বিজনেস ম্যানেজারে ডোমেইনটি ভেরিফাই করা আছে, তারা আপনাকে পার্টনার অ্যাক্সেস দিয়ে দিতে পারবে।
  2. একবার পার্টনার অ্যাক্সেস অ্যাপ্রুভ হলে, আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে ডোমেইনটি ব্যবহার করতে পারবেন।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়:

  • ডোমেইন ভেরিফিকেশন একবারের জন্য করা হয়। একই ডোমেইন একাধিক Business Manager-এ ভেরিফাই করা যায় না।
  • পার্টনার অ্যাক্সেস পেয়ে গেলে আপনি সেই ডোমেইন দিয়ে পিক্সেল, কনভার্সন ইভেন্টস ইত্যাদি সেটআপ করতে পারবেন।
  • রিকোয়েস্ট পাঠানোর পর যদি অন্যপক্ষ অ্যাক্সেস না দেয়, তাহলে বিকল্প সমাধানের জন্য ডোমেইন মালিকের সাথে সরাসরি যোগাযোগ করুন।
টিপস:
আপনার Business Manager থেকে সরাসরি ডোমেইন অ্যাড করতে না পারলে বা সমস্যা হলে অবশ্যই Domain Access Request করে নিতে হবে।
অন্যথায় নতুন একটি ডোমেইন রেজিস্ট্রেশন করে সেটি দিয়ে কাজ করতে পারেন।
কম দামে নতুন ডোমেইন কিনতে ভিজিট করুন:
👉 https://echost.net/cheap-domain-registration/