Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

প্রচারণার জন্যে Amazon পণ্যের এফিলিয়েট লিংক তৈরি করবেন কিভাবে?

বিভিন্নভাবে আমাজন পণ্যের এফিলিয়েট লিংক তৈরি করা যেতে পারে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হন তাহলে বিভিন্ন প্লাগিনের সাহায্যে ওয়ার্ডপ্রেস সিস্টেমের ভিতর থেকেই লিংকগুলো তৈরি করে নিতে পারেন। আর অন্য কোন CMS অথবা ফোন এ্যাপ কিংবা ফেসবুক পেজের জন্যে লিংক তৈরির জন্যে হয় আপনাকে আমাজন এসোসিয়েট কন্ট্রোল প্যানেল থেকে তা করতে হবে অথবা SiteStripe টুলবারের মাধ্যমে যে পণ্যের লিংক তৈরি করতে চান সরাসরি সেই পণ্যের পেজ থেকে। ফেসবুক পেজ বা এ্যাপের জন্যে লিংক তৈরি সবচাইতে সহজ মাধ্যম SiteStripe টুলবার।

SiteStripe টুলবার কী?

SiteStripe টুলবার আমাজন কর্তৃক এফিলিয়েট মার্কেটিয়ারদের জন্যে একটি টুল যা আমাজন ওয়েবসাইটের প্রোডাক্ট পেজ ব্রাউজ করার সময় নিচের চিত্রের মতো ব্রাউজারের এড্রেসবারের ঠিক নিচেই দেখতে পাওয়া যায়।

উপরের চিত্রটি আমাজন প্রোডাক্ট পেজ থেকে নেয়া ব্রাউজারের এড্রেসবারের ঠিক নিচেই চতুর্দিকে সবুজ চিহ্নিত অংশটি লক্ষ্য করুন।

যদি আপনার ব্রাউজারে এটা না দেখা যায় তাহলে নিশ্চিত হোন যে আপনি আপনার আমাজন এফিলিয়েট একাউন্টে লগিন করার পর পণ্যের পেজগুলি দেখছেন। লগিন না থাকলে এই লিংক থেকে লগিন করে নিন https://affiliate-program.amazon.com/login.

এরপর লাল বৃত্তগুলি লক্ষ্য করুন। আপনি যদি পণ্যটি আপনার ই-কমার্স সাইট থেকে সরাসরি লিংক করার জন্যে শুধু একটি লিংক চান তাহলে ১ম লাল বৃত্তের ‘Text’ লিখার উপর ক্লিক দিয়ে ‘Get Link‘ এর উপর ক্লিক দিয়ে তা কপি করে আপনার সাইটে তা পেস্ট করে দিন।

আর আপনি যদি শুধু পণ্যটির ছবিসহ লিংক চান তাহলে ২য় লাল বৃত্তের ‘Image’ লিখার উপর ক্লিক দিয়ে যে html কোড দেখতে পাবেন তা কপি করে নিন, আর আপনি যদি পণ্যটির বিবরণ ও লিংকসহ ছবি চান তাহলে ৩য় লাল বৃত্তের ‘Text+Image’ এ ক্লিক দিয়ে যে html কোড পাবেন তা কপি করে আপনার ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ যেগুলোতে পণ্যের প্রচারণা করতে চান বলে এফিলিয়েট আবেদন ফর্মে উল্লেখ করেছেন সেবব স্থানে পেস্ট করে দিতে পারেন।

এইসব লিংকে ক্লিক দিয়ে কেউ আমাজন ওয়েবসাইটে পৌঁছালে আমাজন সেই ইউজারকে কুকি সিস্টেমের মাধ্যমে চিহ্নিত করে থাকে, এবং সেই ইউজার যদি ২৪ ঘন্টার মধ্যে পণ্যটি ক্রয় করে তাহলে এর নির্দিষ্ট কমিশন সংশ্লিষ্ট এফিলিয়েট একাউন্টে জমা করে দেয়া হয়।

Table of Contents
ecommerce apps