ভেরিয়েবল প্রোডাক্ট কাকে বলে? প্রোডাক্টে রং সাইজ ইত্যাদি অপশন সংযুক্ত করবেন কিভাবে?
উ-কমার্স স্টোরে ফিজিক্যাল প্রোডাক্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যেগুলোর একটির নাম Simple Products (সিম্পল বা সাধারণ পণ্য) অপরটির নাম Variable Products (ভেরিয়েবল প্রোডাক্টস)। যেসব প্রোডাক্টে শুধু পণ্যের ছবি ও দাম উল্লেখপূর্বক স্টোরে যুক্ত করা হয় সেগুলোকে Simple Products বা সাধারণ পণ্য বলা হয়, আর যেসব পণ্যের সাথে রং, সাইজ ইত্যাদি বাড়তি অপশনস সংযুক্ত করার প্রয়োজন হয় সেগুলোকে Variable Products (ভেরিয়েবল প্রোডাক্টস) বলা হয়। ভেরিয়েবল শব্দটির অর্থ ‘বিভিন্নতা‘ অর্থাৎ পণ্য একই কিন্তু রং, সাইজ ইত্যাদি ভিন্ন।
ভেরিয়েবল প্রোডাক্টস কাদের প্রয়োজন হয়
যারা পণ্যের সাথে ক্রেতাগণকে রং, সাইজ কিংবা অন্য কোন বৈশিষ্ট সিলেক্ট করার অপশনস দিতে চান তাদের জন্যে পণ্যটি ‘ভেরিয়েবল‘ হিসাবে এ্যাড করার প্রয়োজন হয়।
কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করবেন?
স্টেপ-১
ভেরিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করার পূর্বে প্রোডাক্টে যেসব ভেরিয়েশন এ্যাড করতে চান যেমন রং হলে কি কি রং, সাইজ হলে কত কত সাইজ ইত্যাদি বৈশিষ্টগুলো আলাদাভাবে ক্রিয়েট করে নিতে হয়। এই বৈশিষ্টগুলোকে স্টোরের ভাষায় ‘এট্রিবিউটস‘ (Attributes) বলা হয়। এগুলো প্রয়োজন মতো একবার এ্যাড করে নিলেই হয়, বার বার এ্যাড করার প্রয়োজন পড়েনা। যদিও ভেরিয়েবল প্রোডাক্টস ক্রিয়েট করার সময়ও এট্রিবিউটগুলো তৈরি করা যায় কিন্তু এই পদ্ধতি প্রোডাক্ট ক্রিয়েট করার সময় জটিলতা তৈরি করতে পারে তাই এগুলো আলাদাভাবে ক্রিয়েট করে রাখাই ভালো। যেহেতু এট্রিবিউটস ছাড়া ভেরিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করা যায়না তাই প্রথমে কিভাবে এট্রিবিউটস ক্রিয়েট করবেন নিচের লিংকটি থেকে দেখে নিন।
>> প্রোডাক্ট এট্রিবিউটস কাকে বলে? এট্রিবিউট তৈরি করবেন কিভাবে?
স্টেপ-২
স্টেপ-১ সম্পন্ন হয়ে থাকলে এখন আপনি আপনার স্টোরে ভেরিয়েবল প্রোডাক্টস এ্যাড করার জন্যে রেডি! ভেরিয়েবল প্রোডাক্ট এ্যাড করার জন্যে প্রথমে আপনার উ-কমার্স স্টোরের এ্যাডমিন প্যানেলে লগিন করুন, এরপর নিচের ভিডিওতে দেখানো স্টেপগুলো বুঝে নিয়ে সে অনুযায়ী প্রোডাক্টটি এ্যাড করে নিন।