শিপিং লেবেল প্রিন্ট করবেন কিভাবে?
শিপিং লেবেল কি?
একটি অর্ডার প্যাকিং এর পর অর্ডারকারীর ঠিকানায় শিপিং (ডেলিভারি) করার জন্যে অর্ডার আই.ডি ও প্যাকেজের ওজনের উল্লেখসহ অর্ডারকারীর ঠিকানা (যেখানে প্যাকেজটি প্রেরণ করা হবে) সম্বলিত একটি প্রিন্টেড লেবেল প্রয়োজন হয় যাকে ই-কমার্সের ভাষায় শিপিং লেবেল বলা হয়। অর্ডার রিসিভের সাথে সাথে যদি শিপিং লেবেল অটোমেটিক জেনারেট হয়ে যায় তাহলে নিশ্চয় স্টোর কর্তৃপক্ষের জন্যে কাজ অনেকটা সহজ হয়ে যায়। এখন যা প্রয়োজন কম্পিউটারের সাথে শুধু একটি প্রিন্টারের সংযোগ।
আরো জেনে নিন প্যাকিং স্লিপ প্রিন্ট করবেন কিভাবে? ইনভয়েস প্রিন্ট করবেন কিভাবে?
কিভাবে প্রিন্ট করবেন শিপিং লেবেল?
যারা Echost এর রেন্ট এ শপে সাইন আপ করেছেন তারা নিম্ন বর্ণিত উপায়ে খুব সহজেই যেকোন অর্ডারের শিপিং লেবেল প্রিন্ট করতে পারেন। এজন্যে প্রথমে আপনার উ-কমার্স স্টোরে লগিন করার পর নিচের চিত্র ও নির্দেশনা অনুসরণ করুন।
উপরের চিত্রগুলোতে যা বোঝানো হয়েছে:
১) ১নং স্থানে মাউস পয়েন্টার ধরলে ২নং স্থানের অপশনটি দেখা যাবে.
২) ২নং স্থানের ‘Orders‘ এর উপর ক্লিক করলে অর্ডার ডিটেইলস পেজ লোড হবে,
৩) ৩ নং স্থানে সকল অর্ডারে তালিকা দেখানো হচ্ছে, সেখান থেকে যে অর্ডারের শিপিং লেবেল প্রিন্ট করতে চান সেটির উপর ক্লিক করতে হবে,
৪) ৪ নং স্থানে দেখানো ‘Print Shipping Label‘ এ ক্লিক করতে হবে,
৫) ৫ নং স্থানে কম্পিউটারে সংযুক্ত প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে এবং
৬) ৬ নং স্থানে দেখানো ‘Print‘ বাটনে ক্লিক করলে শিপিং লেবেলটি প্রিন্ট হয়ে যাবে।
উপরের চিত্রে কোন কিছু বুঝতে অসুবিধা বা অন্য কোন সমস্যা হলে নির্দ্বিধায় এই ফর্মের মাধ্যমে আমাদেরকে তা অবহিত করুন।