Web Analytics Made Easy - Statcounter
Have a Question?
ক্যাটেগরি
< All Topics
Print

WordPress-এ ব্লগ পোস্ট করবেন কিভাবে?

আরো বেশি মানুষের কাছের নিজের মতামত, সেবা ও পণ্যের খবর পৌঁছানোর জন্যে ব্লগিং বর্তমানে খুবই জনপ্রিয় একটি বিষয়। ব্লগিং এর অনেক প্ল্যাটফর্ম থাকলেও WordPress এগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং যারা ই-কমার্সের জন্যে উ-কমার্স সিস্টেম ব্যবহার করছেন তাদের আর আলাদা কোন ব্লগিং প্ল্যাটফর্মের প্রয়োজন নেই কারণ উ-কমার্স ওয়ার্ডপ্রেস ছাড়া হতে পারে না।

ব্লগ পোস্ট কেন করবেন?

GoogleBing-সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে ফ্রি বুস্টিং এর জন্যে ব্লগ পোস্ট করবেন। মাসে কমপক্ষে ১টি তবে ২/৩টি বা আরো বেশি হলে ভালো হয়। একটি ওয়েবসাইটের গুগল সার্চ ইঞ্জিনে র‍্যাকিং পাওয়ার জন্যে Thin Conetnt বা ওয়েসাইটে অল্প এবং ইউজলেস কনটেন্ট অন্যতম বড় অন্তরায়, তাই আপনার বিজনেস বা ওয়েবসাইটের বিষয়বস্তু অনুযায়ী নিয়মিত ভাল মানের ব্লগ পোস্ট করার চেষ্টা করুন।

এখানে মোবাইল ফোনের স্ক্রীণ থেকে কিভাবে পোস্ট করবেন দেখানো হলো। মোবাইল ও কম্পিউটার থেকে পোস্ট করার পার্থক্য এটুকুই যে মোবাইল ফোনের স্ক্রীণ ছোট হওয়ায় অপশনগুলোকে ফোল্ড করে এক কলামে প্রদর্শন করা হয় আর কম্পিউটারের স্ক্রীণ বড় হওয়ায় অপশনগুলো আনফোল্ড অবস্থায় ৩ কলামে প্রদর্শন করা হয়।

কিভাবে একটি ব্লগ পোস্ট করবেন?

প্রথমে আপনার WordPress সিস্টেমে লগিন করার পর নিচের চিত্রে দেখানো হলুদ চিহ্নিত তিন দাগে ক্লিক করার পর সবুজ চিহ্নিত Post -এ ক্লিক করে নীল চিহ্নিত Add New -এ ক্লিক করতে হবে।

উপরের নির্দেশনাটি সম্পন্ন করার পর নিচের চিত্রের ১ নং স্থানে “পোস্টের হেডলাইন” এবং ২নং স্থানে “পোস্টের মূল কনটেন্ট” লিখতে হবে। পোস্টে যদি ছবি বা ভিডিও এ্যাড করতে চান তাহলে, ৩নং স্থানের + চিহ্নে ক্লিক দেয়ার পর ‘Image‘ লিখে সার্চ দিয়ে সেখানে ফোন বা কম্পিউটর থেকে পছন্দ মতো ছবি আপলোড করা যাবে, ভিডিও এ্যাড করার জন্যে পুনরায় + চিহ্নে ক্লিক দিয়ে Youtube লিখে সার্চ দিয়ে সেখানে ইউটিউবের ভিডিও URL বা ঠিকানা কপি পেস্ট করে Embed -এ ক্লিক দিতে হবে।

এরপর পোস্টটির ক্যাটেগরি ও ফিচার ইমেজ (পোস্টের পাশে ও শেয়ার করলে যে ছবিটি দেখায়) সেট করার জন্যে উপরের চিত্রের ৪নং স্থানে ক্লিক দিয়ে নিচের চিত্রের ৫ ও ৬ নাম্বারে চিহ্নিত ক্যাটেগরি ও ফিচার ইমেজ সিলেক্ট করে দিয়ে সবশেষে উপরের চিত্রে দেখানো ৭নং স্থানের Publish বাটনে ক্লিক দিলে লিখাটি ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে।

ভিডিও ইন্সট্রাকশন

নির্দেশনাটি আরো ভালোভাবে বোঝার জন্যে নিচের ভিডিওটি দেখুন।

Table of Contents
ecommerce apps