FTP অর্থ ফাইল ট্রানস্ফার প্রটোকল। cPanel ছাড়াই ওয়েবসাইটে ফাইল আপলোডের এটি একটি জনপ্রিয় মাধ্যম। ই-কমার্স হোস্টের প্রতিটি হোস্টিং প্ল্যানের সাথে FTP একাউন্ট দেয়া আছে এবং এর লগিন ডিটেইলস হোস্টিং একাউন্ট এ্যাকটিভিশনের সময় যে ইমেইল পাঠানো হয় তাতে দেয়া থাকে।
কিভাবে FTP তে লগিন করবেন?
FTP তে লগিনের জন্যে আলাদা একটি সফটওয়্যারের প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো সাধারণ ফ্রি ডাউনলোড করতে পাওয়া যায়। সুতরাং FTP তে লগিনের পূর্বে আপনার কম্পিউটার FIlezilla নামের সফটওয়্যারটি এই লিংক Download FileZilla Client থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এরপর নিচের চিত্রে দেখানো স্থানগুলোর নির্দেশনা অনুসরণ করুন।
উপরের চিত্রে দেখানো স্থানগুলোতে যা করতে হবে
১) ১নং স্থানে FTP এড্রেস বা আপনার সাইটের এড্রেস www ছাড়া লিখতে হবে,
২) ২ নং স্থানে FTP ইউজার নেম লিখতে হবে, এটি সাধারনত cPanel এ লগিন করতে যে ইউজার নেম ব্যবহার করেন সেটাই,
৩) ৩নং স্থানে পাশওয়ার্ড লিখতে হবে,
৪) ৪নং স্থানে FTP পোর্ট নাম্বার 21 লিখতে হবে
৫) এরপর ৫নং স্থানে Quickconnect বাটনে ক্লিক দিলে এটি ৬ নং স্থানে আপনার সাইটের ফাইলগুলো দেখাবে,
৬) ৬ নং স্থানের public_html এর উপর ডাবল ক্লিক করলে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো দেখা যাবে,
৭) এরপর ৭ নং স্থানে আছে আপনার কম্পিউটারের ফাইলগুলো, যে ফাইলটি আপলোড দিতে চান তার উপর মাউসের ডান বাটনে ক্লিক দিয়ে Upload এর উপর ক্লিক করলে ফাইলটি আপলোড হয়ে যাবে।