ক্লাউড শব্দটির অর্থ মেঘ। একাধিক মেঘ যেমন মালা’র মতো একে অপরের সাথে লেগে থাকার ফলে একটি বিশাল মেঘ তৈরি করে তেমনি একাধিক সার্ভার কম্পিউটার একটির সাথে আরেকটি সংযুক্ত করে একটি সম্মিলিত শক্তি তৈরি করা হয়, এই সম্মিলিত শক্তির সার্ভারকে ক্লাউড সার্ভার বলা হয়।
ক্লাউড সার্ভার বলতে কি বোঝায়?

19
Dec