ওয়েব হোস্টিং কাকে বলে?
যেসব কোম্পানী ওয়েবে (ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারে ) ফাইল রাখার স্থান দেয় তাদেরকে ওয়েব হোস্ট বলা হয়, কোন ‘ব্যবহারকারী‘ যখন এইরকম কোন সার্ভিস ব্যবহার করেন তখন সেটিকে ওয়েব হোস্টিং বলা হয়। সহজ ভাষায় গেস্ট এর বিপরীত শব্দ হোস্ট। যিনি গেস্টে‘র পরিষেবা করেন তিনিই ‘হোস্ট‘। ইন্টারনেটের ক্ষেত্রে হোস্টগণ ‘ব্যবহারকারী‘গণের ফাইলগুলো নেটওয়ার্ক কম্পিউটারে রাখার স্থান দেয়ার পরিষেবা প্রদান করেন। এই সেবা প্রদানকে ‘ফাইল হোস্টিং‘ বলা হয়, আর যেহেতু এই ফাইলগুলো দিয়েই একটি ওয়েবসাইটের রুপরেখা তৈরি করা হয়ে থাকে তাই এটিকে আর ‘ফাইল হোস্টিং‘ না বলে ‘ওয়েব হোস্টিং‘ বলা হয়ে থাকে।