ওয়েব হোস্টিং

cPanel কী?

how to login cPanel

cPanel ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্যে একটি কন্ট্রোল প্যানেল। ওয়েব হোস্টিং প্রোভাইডারগণ ফাইল ও ডাটাবেজসহ ওয়েবসাইট সংক্রান্ত বিভিন্ন ধরনের টাস্ক ম্যানেজমেন্টের জন্যে এক ধরনের কন্ট্রোল প্যানেল দিয়ে থাকেন। এই কন্ট্রোল প্যানেলগুলো বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে যেমন Plesk (প্লেস্ক), Direct Admin ( ডাইরেক্ট এ্যাডমিন ), CyberPanel (সাইবার প্যানেল) ইত্যাদি। এরকমই একটি কন্ট্রোল প্যানেলের নাম cPanel (সিপ্যানেল)। cPanel Control Panel কথাটির সংক্ষিপ্ত রুপ হলেও এটি এখন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানী cPanel LLC এর খুবই পপুলার একটি ব্র্যান্ড নেম। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই কোম্পানীর নির্মিত cPanel কন্ট্রোল প্যানেলটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল প্রথম সারির ওয়েব হোস্টিং প্রোভাইডারগণ তাদের ওয়েব হোস্টিং ক্রেতাগণকে সার্ভারে ওয়েবসাইটের ফাইল, ডাটাবেজ ও ইমেইলসহ বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের জন্যে দিয়ে থাকেন। ই-কমার্স হোস্টও ক্লাউড হোস্টিং প্যাকেজের সাথে cPanel এক্সেস দিয়ে থাকে।

What is cPanel?

cPanel কি কি কাজে ব্যবহৃত হয়?

cPanel অনেক ধরনের কাজেই ব্যবহৃত হয় এবং বিভিন্ন এক্সটেনশনের (স্বতন্ত্র এ্যাপ যা সিপ্যানেলে সংযুক্ত করে নেয়া যায়) মাধ্যমে কাজের পরিধিও বাড়িয়ে নেয়া যায়। এক্সটেনশনগুলো ব্যবহারে কম বেশির কারণে হোস্টিং প্রোভাইডার ভিত্তিক cPanel-এ কাজের পরিধির কম বেশি হতে পারে। সব প্রোভাইডারগণের সিপ্যানেলেই থাকে এরকম কমন কিছু ব্যবহার নিচে দেয়া হলো।

  • ওয়েবসাইটের ফাইল ম্যানেজমেন্ট করার কাজে,
  • ডাটাবেজ ম্যানেজমেন্ট করার কাজে,
  • ওয়েবসাইটের ব্যাকআপ নেয়া ও রিস্টোর করার কাজে,
  • নিজের ডোমেইন এক্সটেনশনের ইমেইল ঠিকানা তৈরি ও ইমেইল চেক করার কাজে,
  • এ্যাডঅন (Addon) ডোমেইন অর্থাৎ হোস্টিং এ আরো ডোমেইন সংযুক্ত করার কাজে,
  • সাব-ডোমেইন তৈরি করার কাজে,
  • ওয়েবসাইটের পারফরমেন্স টিউন বা অপটিমাইজ করার কাজে,
  • ওয়ার্ডপ্রেস, অপেনকার্ট, ম্যাজেন্টোসহ বিভিন্ন ধরনের এ্যাপ ইনস্টল করার কাজেসহ আরো অনেক ধরনের কাজে cPanel ব্যবহৃত হয়।