একটি ‘ডোমেইন নেম‘ অর্থ আপনার নতুন একটি পরিচিতি। নিশ্চয় আপনি চাইবেন না যে আপনি খারাপ ভাবে মানুষের কাছে পরিচিত হন? এজন্যে ডোমেইন ক্রয় করার সিদ্ধান্ত নিলে যে বিষয়গুলো মনে রেখে সিদ্ধান্ত নিতে হবে তা নিচের লিস্ট থেকে একবার দেখে নিন।
- ডোমেইনটিতে কি ধরনের বা বিষয়ের উপর ওয়েবসাইট বানাতে চান সেটার সংশ্লিষ্ট বাংলা অথবা ইংরেজি নাম খুঁজুন।
- ওয়েবসাইটটি যদি একটি মাত্র বিশেষ বিষয়ের উপর হয় তাহলে একধরনের শব্দ নির্বাচন করুন আর যদি সাইটটি বিভিন্ন বিষয়ের উপর হয় তাহলে অন্য ধরনের নাম নির্বাচন করুন।
- নাম বা শব্দটি যেন সহজে উচ্চারণযোগ্য ও বানানযোগ্য হয়।
- এমন শব্দ নির্বাচিত করবেন না, যার বানান সম্বন্ধে অধিকাংশ মানুষ সন্দেহ পোষণ করে।
- শব্দটি যেন ছোট, শ্রুতি মধুর ও সহজে স্মরণযোগ্য হয়।
- শব্দটি যেন এমন না হয় যাতে অধিকাংশ মানুষের মনে খারাপ বা কুচিন্তার উদ্রেক করে।
- শব্দটি বাংলা ইংরেজি যাই হোক ডিকশনারিতে এর প্রকৃত অর্থ ও প্রতিশব্দগুলো জেনে নিন, হতে পারে আপনি নিজেই তা নাও পছন্দ করতে পারেন!
- শব্দটি নিয়ে অভিজ্ঞ কারো সাথে মত বিনিময় করুন।
এরপর সব কিছু ঠিকঠাক হলে রেজিস্টার করে ফেলুন আপনার ডোমেইন নেম। কম খরচে Echost থেকে ক্রয় করতে চাইলে নিচের লিংক থেকে তা করতে পারেন।